জানুয়ারি বানান বলতে গিয়ে ‘ভিরমি’ খেলেন শিক্ষিকা! বানান শুনে মাথায় হাত নেটিজেনদের

জানুয়ারি বানান বলতে গিয়ে ‘ভিরমি’ খেলেন শিক্ষিকা! বানান শুনে মাথায় হাত নেটিজেনদের

নয়াদিল্লি: মাস খানেক আগের ঘটনা৷ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল উচ্চমাধ্যমিকে অকৃতকার্য এক ছাত্রীর ‘আমরেলা’ বানান৷ পাশ করানোর দাবিতে আন্দোলনে বসা ও ছাত্রীকে ‘আমব্রেলা’ বানান জিজ্ঞাসা করা হলে হোঁচট খেয়ে বলেছিলেন ‘আমরেলা’৷ এবার ভাইরাল এক শিক্ষিকা৷ তাঁর কাণ্ড দেখে তো একেবারে মাথায় হাত নেটিজেনদের৷ 

আরও পড়ুন- দিল্লির বাতাসে ধুলোর মেঘ, টুইন টাওয়ার ধ্বংসে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে মানবজীবনে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে sakhtlogg নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে৷ সেখানে দেখা যায়, এক সাংবাদিক এক স্কুল শিক্ষিকার সঙ্গে কথা বলছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু পড়ুয়া। ওই শিক্ষিকার কাছে তিনি ‘জানুয়ারি’ বানান জানতে চান৷ প্রথমটা এড়িয়ে যেতেই চেয়েছিলেন ওই শিক্ষিকা৷ কিন্তু, তা সম্ভব হয়নি৷ অগত্যা উত্তর দিতে গিয়ে তিনি যে কাণ্ডটি ঘটালেন, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ওই শিক্ষিকা তোতলে বলেন, ‘‘জে-এ-এন-ওয়াই।” যা শুনে একেবার ‘থ’ নেটিজেনরা৷ 

ভিডিয়োটিতে দেখা যায়, প্রথমে ওই শিক্ষিকা বানান বলতেই চাননি। তিনি সাংবাদিককে বলেন, এত সহজ বানান পড়ুয়াদের জিজ্ঞেস করাই ভাল। তিনি বলেন, আপনি ওদের জিজ্ঞাসা করুন না৷ ওরাই বলে দেবে৷  তাঁর পিড়াপিড়িতেই এক ছাত্রীর কাছে জানুয়ারি বানান জানতে চান সাংবাদিক। ছাত্রীটি ভেবে বলে, ”জে-এ-ইউ-এন-ডি-এ-ওয়াই।” এরপরই ওই শিক্ষিকার কাছে ফের জানুয়ারি বানান জিজ্ঞাসা করেন সাংবাদিক৷ তার পরেই আসে ভয়ঙ্কর জবাব৷ জানুয়ারি বানান হয়ে যায়-‘জে-এ-এন-ওয়াই। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷