তেলেঙ্গানায় তুলকালাম! শাহের জুতো হাতে ভাইরাল রাজ্য সভাপতির ভিডিও

তেলেঙ্গানায় তুলকালাম! শাহের জুতো হাতে ভাইরাল রাজ্য সভাপতির ভিডিও

সেকেন্দ্রাবাদ: তেলেঙ্গানা রাজ্য বিজেপি সভাপতির হাতে ধরা অমিত শাহের জুতো। শাহ মন্দির থেকে বের হতেই তড়িঘড়ি তাঁর সামনে জুতো রাখলেন রাজ্য বিজেপি সভাপতি। সম্প্রতি এই ছবিই ধরা পড়েছে তেলেঙ্গানার একটি মন্দিরে। তারপরেই শুরু হয়েছে তুলকালাম। রাজ্য বিজেপি সভাপতিকে দিয়ে জুতো বইয়ে বিরোধী তো বটেই সেই সঙ্গে নেটিজনদের রোষানলেও পড়তে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরের অন্যতম শীর্ষ নেতা অমিত শাহকে।

সম্প্রতি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের মহাকালী মন্দিরের পুজো দিতে গিয়েছিলেন শাহ। সেখানকারের একটি ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিযায়। একইভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় তেলেঙ্গানা রাজনীতি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সেকেন্দ্রাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দির থেকে পুজো দিয়ে যখন বেরোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক তখনই তেলেঙ্গানার বিজেপি প্রেসিডেন্ট বন্দী সঞ্জয় হাতে করে নিয়ে এলেন অমিত শাহের জুতো। সেই জুতো রাখা হল একেবারে শাহের পায়ের কাছে। তাতেই পা গলিয়ে সটান গাড়িতে চেপে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক এই ঘটনাকে সামনে এনেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তেলেঙ্গানার কংগ্রেস এবং রাষ্ট্রীয় সমিতির সদস্যরা। এমনকি বিজেপির আন্দরেও এই ঘটনাকে সামনে রেখে উঠেছে সমালোচনার ঝড়।

উল্লেখ্য বছর ঘুরলেই তেলাঙ্গানায় বিধানসভা ভোট। তার আগে অমিত শাহের এই সফর ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ঠিক তখনই শাহের এই ভিডিয়ো ঘিরে নয়া বিতর্ক রীতিমতো তোলপাড় করছে তেলাঙ্গানাকে। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় টিআরএসএর প্রশ্ন ‘গুজরাতি নেতাকে জুতে এগিয়ে দেওয়া কি তেলাঙ্গানার আত্মমর্যাদার প্রতিফলন?’ একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা মন্ত্রীদের গলাতেও। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই প্রসঙ্গে এখনও পর্যন্ত রাজ্য বিজেপির তরফ থেকে মুখ খোলা হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =