শ্রীনগর: ভূস্বর্গে ফের জঙ্গি হামলা এবং প্রাণ গিয়েছে ভারতীয় দুই সেনা জওয়ান সহ এক পুলিশ কর্তার। সর্বভারতীয় এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ভারতীয় সেনার কর্নেল, মেজর পদাধিকারীর আধিকারিক এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শহিদ হয়েছেন এই জঙ্গি হামলায়। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এখনও পর্যন্ত চলছে গুলির লড়াই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে ওই জঙ্গিদের সঙ্গেই নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। আসলে অনন্তনাগের গাড়োল এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে ছিল বলে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছিল সেনা এবং পুলিশ। সেই প্রেক্ষিতে সকাল থেকেই সংঘর্ষ বাঁধে। কোকারনাগ এলাকায় গুলিবিদ্ধ হন দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তা-সহ বেশ কয়েক জন। তাঁদের মধ্যে এই তিনজনের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। শেষ পর্যন্ত তিন জনেরই মৃত্যু হয়।
আজকের এই হামলার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী যারা লস্কর-ই-তইবার একটি অংশ। এই মুহূর্তে গুলির লড়াই চলার পাশাপাশি বাকি জঙ্গিদের খোঁজে একই সঙ্গে চলছে তল্লাশি অভিযান।