ভ্যাকসিন নিলেন ১২১ বছর বয়সী প্রবীণা, টিকা নেওয়ার পর কেমন আছেন তিনি?

ভ্যাকসিন নিলেন ১২১ বছর বয়সী প্রবীণা, টিকা নেওয়ার পর কেমন আছেন তিনি?

 

আগরতলা: ভ্যাকসিন নিলেন শতায়ু তারাকন্যা৷ টিকা নেওয়ার পর কেমন আছেন ১২১ বছর বয়সী প্রবীণা? বাড়ি গিয়ে খোঁজ নিলেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ ফোকলা দাঁতের হাসিতেই বুঝিয়ে দিলেন টিকা নেওয়ার অনুভূতি৷

আসলে কেন্দ্রের নির্দেশ মতো জোর কদমে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে প্রত্যেক রাজ্যে। একই লক্ষ্যে এগোচ্ছে ত্রিপুরা সরকার। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাকসিন ঠিক মতো পৌঁছচ্ছে কিনা জানতে ত্রিপুরার গোমতী  জেলার উদয়পুর মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত কোলইয়াডেপা জনজাতি অঞ্চলে ঝটিকা সফরে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সফর চলাকালীন ১২১ বছর বয়সী তারা কন্যা দেববর্মার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। কারণ, কোভিড ভ্যাকসিন নিয়েছেন শতায়ু এই বৃদ্ধা। ভ্যাকসিন নেওয়ার পর কেমন আছেন তিনি? খোঁজ নিলেন বিপ্লব কুমার দেব। শুধু তাই নয়, একান্ত আলাপচারিতার মাঝে বৃদ্ধার কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কথা।

শতোর্ধ্ব বৃদ্ধা জানান, ভ্যাকসিন নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ। কোনো রকম অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রীকে কাছে  পেয়ে নিজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এই প্রবীনা। বয়স্ক ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যাতে দ্রুত ওই বৃদ্ধার কাছে পৌঁছয়, সেবিষয়ে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কোলইয়াডেপা জনজাতি এলাকায় মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে খুশি এই এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =