বাংলায় ভরাডুবি! ৪০ বছরের রেকর্ড ভেঙে কেরল জয়ে বিজয়ন!

বাংলায় ভরাডুবি! ৪০ বছরের রেকর্ড ভেঙে কেরল জয়ে বিজয়ন!

 

কেরল: প্রায় চার দশকের প্রথা ভেঙে প্রথমবারের জন্য পরপর দুইবার নির্বাচনে জিতে সরকার গড়তে চলেছে পিন্নারাই বিজয়নের নেতৃত্বাধীন বামফ্রন্ট। দেশের একমাত্র লাল দুর্গ হিসেবে কেরলে নিজেদের ক্ষমতা অক্ষুন্ন রাখল বামফ্রন্ট। ১৪০ বিধানসভা আসন বিশিষ্ট কেরলের নির্বাচনী ফলাফলে বিকেল ৫টার পরে শেষ খবর পাওয়া পর্যন্ত পিন্নারাই বিজয়নের লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। অন্যদিকে কংগ্রেসের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এগিয়ে রয়েছে ৪৩টি আসনে।

গত চার দশক ধরে অলিখিত এক প্রথা ধরে রেখেছিল কেরলের মানুষ। কোনও এক দলের সরকারকে কখনও পরপর দুইবারের জন্য মসনদে বসতে দেয়নি তারা। একবার বামফ্রন্টের এলডিএফ সরকার গড়লে ঠিক পরেরবার পাশা উল্টে সরকার গড়েছে কংগ্রেসের ইউডিএফ। এই প্রথমবারের জন্য পরপর দুইবার সরকার গড়ার পথে বামফ্রন্ট। দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হতে চলেছেন পিন্নারাই বিজয়ন। তার এই জয়কে স্বাগত জানিয়ে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ট্যুইট করে তিনি লিখেছেন, “পিন্নারাই বিজয়ন স্যারকে আন্তরিক অভিনন্দন। কেরলের মানুষ আরও একবার আপনার উপরে ভরশা দেখিয়েছে, কারণ আপনার সরকার মানুষের সরকার।”

অন্যদিকে, কেরলের নির্বাচনী ফলাফল কার্যত বিজেপি শূন্য। রবিবার ভোট গণনার প্রথমদিকে ৩-৪টি ভাষণে ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকলেও বেলা বাড়তেই ধসে পড়েছে গেরুয়া শিবির। এখন আর কোন আসন এই জয়ের কোনরকম আশা নেই ভাজপার। পাশাপাশি, বামফ্রন্টকে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই দিতে পারল না কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। এখনও পর্যন্ত মাত্র ৪৩টি আসনে এগিয়ে রয়েছে তারা। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পার করেছে পিন্নারাই বিজয়নের নেতৃত্বাধীন লেফট ফ্রন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =