কলকাতা: এ যেন এক স্বপ্নপুরী! যেন কোনও দক্ষ কারিগড়ের হাতে গড়ে ওঠা এক রাজপ্রাসাদ৷ ঝাঁ চকচকে কামরায় রকমারি আলোর ঝলকানি। থাকা-খাওয়ার সে এক এলাহি আয়োজন। কী ভাবছেন? কোনও পাঁচতারা হোটেলের কথা বলছি? আজ্ঞে না। এক ঝলকে বিলাসবহুল হোটেলের ঘর বলে ভ্রম হলেও, এটি আদতে একটি ট্রেন। বিশ্বের বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে এটি অন্যতম৷ নাম ওরিয়েন্ট এক্সপ্রেস।
আরও পড়ুন- রাশিয়ার বর, ইউক্রেনের কনের বিয়ের আসর ভারতে, হিন্দু রীতি মেনে কার্যসিদ্ধি
এই ট্রেন কিন্তু হালফিলের নয়। ১৮৮৩ সালে দীর্ঘতম রুটের যাত্রিবাহী ট্রেন হিসাবে পরিচিতি রয়েছে এই ওরিয়েন্ট এক্সপ্রেসের৷ ১৮৮৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পরিষেবা দিয়েছে এই ট্রেন। ১৮৮৩ সালে বেলজিয়ান সংস্থা ‘কোম্পানি ইন্টারন্যাশনাল ডেস ওয়াগন-লিটস’ এই ওরিয়েন্ট এক্সপ্রেস তৈরি করে৷ ১৮৮৩ সালের ৪ অক্টোবর শুরু হয় ওরিয়েন্টের সফর৷ সেই সময় এই ট্রেনের যাত্রাপথ ছিল প্যারিসের গার দে লেস্ত থেকে মিউনিখ ও ভিয়েনা হয়ে রোমানিয়ার গিউরগিউ পর্যন্ত। পরবর্তী সময়ে একাধিক বার বদলেছে ওরিয়েন্টের যাত্রাপথ।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ওরিয়েন্টের পরিষেবা৷ ফের রেল পথ ধরে ছুটে চলবে প্রায় ১৩৯ বছরের পুরনো এই ট্রেন৷ নব রূপে সাজানো হয়েছে ওরিয়েন্ট এক্সপ্রেসকে৷ জানা গিয়েছে, ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের সময় নতুন করে এই ট্রেন চালু করা হবে এই ট্রেনের পরিষেবা।
১৯২০ ও ১৯৩০ সালের সময়কালে যে ওরিয়েন্ট এক্সপ্রেস ছিল, তার থেকে ১৭টি কামরা ব্যবহার করা হয়েছে নতুন ট্রেনে। নতুন সাজে এই ট্রেনে থাকছে ১২টি স্লিপিং কার। থাকছে একটি রেস্তরাঁ, পানশালা, তিনটি লাউঞ্জেরও ব্যবস্থা৷ সব মিলিয়ে এলাহি ব্যাপার৷ নতুন রূপে সাজলেও পুরতনের ছাপ রাখা হয়েছে ট্রেনের কামরার৷ সেই সঙ্গে অন্দরসজ্জাকে সময়োপযোগী করার উপরেও নজর দেওয়া হয়েছে।
ট্রেনটিকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে ফরাসি স্থপতি ম্যাক্সিমে ডি’আঞ্জেক। তাঁর সঙ্গে জোরকদমে কাজ করে চলেছেন ফরাসি কারিগরা। সংবাদসংস্থা সূত্রে খবর, এই ট্রেনে তিন ধরনের স্যুট থাকবে। থাকছে সেলুনও। তবে এত বিলাসবহুল ট্রেনে চড়তে হলে ভলোই গুনতে হবে গ্যাঁটের কড়ি৷ সিএনএন জানাচ্ছে, ওরিয়েন্টাস এক্সপ্রেসে এক রাত কাটানোর জন্য এক জন যাত্রীকে গুণতে হবে প্রায় ২ হাজার ২৫৫ ডলার৷ যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৯ হাজার টাকা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
