আস্তানার সন্ধানে দু’বাঘের দীর্ঘ যাত্রা গড়ল রেকর্ড

নয়াদিল্লি: ঘর খুঁজতে বেরিয়ে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে রেকর্ড গড়ল দুই পুরুষ বাঘ৷ তাদের মধ্যে ‘সি ১’ নামে পরিচিত প্রথম জন ১১৬০ কিলোমিটার ও ‘কে ৭’ নামে পরিচিত দ্বিতীয় জন ৪৫০ কিলোমিটাার পথ অতিক্রম করে এক অভিনব রেকর্ড সৃষ্টি করেছে৷ বন দফতর সূত্রে খবর, কোনও বাঘ এর আগে এত দূরত্বের যাত্রাপথ অতিক্রম করেনি৷ তাই এই

আস্তানার সন্ধানে দু’বাঘের দীর্ঘ যাত্রা গড়ল রেকর্ড

নয়াদিল্লি: ঘর খুঁজতে বেরিয়ে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে রেকর্ড গড়ল দুই পুরুষ বাঘ৷ তাদের মধ্যে ‘সি ১’ নামে পরিচিত প্রথম জন ১১৬০ কিলোমিটার ও ‘কে ৭’ নামে পরিচিত দ্বিতীয় জন ৪৫০ কিলোমিটাার পথ অতিক্রম করে এক অভিনব রেকর্ড সৃষ্টি করেছে৷ বন দফতর সূত্রে খবর, কোনও বাঘ এর আগে এত দূরত্বের যাত্রাপথ অতিক্রম করেনি৷ তাই এই ঘটনা প্রকৃতপক্ষে নজিরবিহীন৷

চলতি বছরের ২১ জুন থেকেই পথ চলা শুরু হয় তাদের৷ এদের মধ্যে ‘সি ১’ যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্রের ইয়াবতমালের টিপেশ্বর বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে৷ তাঁর গতিবিধির ওপর নজর রাখতে চলতি বছরেই ২৭ ফ্রেবরুয়ারি তাকে রেডিও কলার পরানো হয়৷

জানা গিয়েছে, টিপেশ্বরের এই বাঘটি এই দীর্ঘ যাত্রা পথে ইতিমধ্যেই মধ্যে তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের মোট ছটি জেলা পেরিয়েছে৷ এর মধ্যে বেশ কিছু এলাকাই ছিল জনবসতিপূর্ণ৷ কিন্তু সে নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেই অত্যন্ত দক্ষতার সাথে এই দীর্ঘ পথ অতিক্রম করেছে৷

অন্যজন ‘কে ৭’ নামে পরিচিত দ্বিতীয় বাঘ তেলেঙ্গানার কাগাজনগর থেকে গত ১১ সেপ্টেম্বর বেরোয় নতুন ঘরের সন্ধানে৷ রেডিয়ো কলার পরানো থাকায় বাঘ দুটির গতিবিধির ওপর নজর রাখা সম্ভব হয়েছে৷ এই দ্বিতীয় বাঘটিকে অন্য একটি পুরুষ বাঘের মুখোমুখি হতে দেখা যায়৷ লড়াইয়ের ফলে শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে নিজের এলাকা ছাড়তে৷

এলাকার ক্ষেতজমিতে অনেক সময় কৃষকরা বৈদ্যুতিক তার যত্রতত্র জড়িয়ে রাখেন৷ সেই সব বিপদসঙ্কুল এলাকায় এখনও পর্যন্ত পাশ কাটিয়ে তারা তাদের সফর চালিয়ে যাচ্ছে৷ দিন দিন বাঘের সংখ্যা কমছে৷ জঙ্গল কমে আসায় নিরাপত্তাহীনতার ছবিটাই কার্যত স্পষ্ট হয়ে উঠল এই ঘটনায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =