ভোটের ফল পরবর্তী হিংসায় ফের তপ্ত বাংলা

কলকাতা: ভোটের ফল প্রকাশ হতেই বৃহস্পতিবার রাত থেকে জেলায় জেলায় রাজনৈতিক হাঙ্গামা শুরু হয়ে যায়। বেশির ভাগ এলাকায় সংঘর্ষ হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। কোথাও আবার আক্রান্ত হয়েছেন বামপন্থীরাও। দেগঙ্গার শঙ্করগাছিতে গত রাতে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা ওই ব্যক্তিকে অপমান করে। তা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী

ভোটের ফল পরবর্তী হিংসায় ফের তপ্ত বাংলা

কলকাতা: ভোটের ফল প্রকাশ হতেই বৃহস্পতিবার রাত থেকে জেলায় জেলায় রাজনৈতিক হাঙ্গামা শুরু হয়ে যায়। বেশির ভাগ এলাকায় সংঘর্ষ হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। কোথাও আবার আক্রান্ত হয়েছেন বামপন্থীরাও। দেগঙ্গার শঙ্করগাছিতে গত রাতে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা ওই ব্যক্তিকে অপমান করে। তা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হন। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

কোচবিহারের সীতাইতে গত রাতে তৃণমূল পার্টি অফিসে আগুন লাগানো হয়। ব্লক সভাপতির বাড়িতে ভাঙচুর চলে। অভিযুক্ত বিজেপি। তুফানগঞ্জেও দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। বাঁকুড়ার শালতোড়ায় বিজেপির কর্মী গুলিবিদ্ধ হয়। পুরুলিয়ায় এক বিজেপি কর্মীকে গুলি করা হয়। তাঁকে রঘুনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা।

নরেন্দ্রপুর বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল। শালিমারে গত রাতে এবং শুক্রবার সকালে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। থামাতে এসে পুলিশ আক্রান্ত হয়। ব্যাপক ভাঙচুর করা হয়। নৈহাটি ও কাঁকিনাড়ায় বৃহস্পতিবার রাত থেকে গোলমাল চলছে। প্রচুর বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়। গোলমাল হয়েছে টিটাগড়েও। দুপুরে রাজ্য পুলিশের ডিজি কাঁকিনাড়ায় যান।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কয়েকটা আসন জিতেই বিজেপি রাজ্য জুড়ে গোলমাল শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা জবাব, তৃণমূল এখনও সংযত না হলে বিপদ আছে। আমাদের কর্মীরা চুপচাপ বসে থাকবে না। আমরা কেন্দ্রকে সব জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =