এবার বিনামূল্য মিলবে টিকিট, রেল যাত্রীদের সুখবর দিচ্ছে ভারতীয় রেল

১৮০ সেকেন্ডে (৩ মিনিট) ৩০ বার সিট-আপ করতে হবে।  প্রতিটি সিট-আপের জন্য একটি করে পয়েন্ট পাওয়া যাবে। নির্ধারিত সময়ে ৩০ পয়েন্ট পেলেই ১০ টাকার একটি প্ল্যাটফর্ম টিকিট পেয়ে যাবেন বিনামূল্যে।

নয়াদিল্লি: 'নিউ ইন্ডিয়া'-র নতুন চমক এবার রাজধানীতে। 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট'-এর আওতায় অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে এবার জনসাধারণের সুস্বাস্থ্যের দায়িত্বও নিচ্ছে রেল। রীতিমতো ফিটনেস মেশিন বসিয়ে। তবে এর জন্য আলাদা করে কোথাও যেতে হবেনা। ভিড়ে ঠাসা ট্রেনের নিত্যযাত্রীরা যাতায়াতের পথেই এই সুবিধা দেওয়া হচ্ছে  প্ল্যাটফর্মেই। আরও মজার বিষয় হল ফিটনেসের সঙ্গে টিকিট ফ্রি। দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে এমনই একটি ফিটনেস মেশিন বসানো হয়েছে। এর থেকেও আকর্ষণীয় বিষয় হল ওই মেশিনের ফিটনেস টেস্ট উত্তীর্ণ হলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন আপনার প্লাটফর্ম টিকিট। শুক্রবার টুইট করে দিল্লির রেলযাত্রীদের এই সুখবর দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। 

বিনামূল্যে টিকিট পেতে কি করতে হবে প্লাটফর্মে বসানো ফিটনেস মেশিনের সামনে নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হবে। এরপর ১৮০ সেকেন্ডে (৩ মিনিট) ৩০ বার সিট-আপ করতে হবে।  মেশিনের ডিসপ্লেতে পয়েন্ট দেখতে পাওয়া যাবে। প্রতিটি সিট-আপের জন্য একটি করে পয়েন্ট পাওয়া যাবে। নির্ধারিত সময়ে ৩০ পয়েন্ট পেলেই ১০ টাকার একটি প্ল্যাটফর্ম টিকিট পেয়ে যাবেন বিনামূল্যে।

স্টেশনে ম্যাসেজের সুবিধা

ক্লান্তি দূর করতে আনন্দ বিহার স্টেশনে যাত্রীদের ম্যাসাজের সুবিধা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।  ভ্রমণকালীন ক্লান্তি দূর করতে স্টেশনেই ফুট ম্যাসাজার কিয়স্ক বসানো হয়েছে। এখানেও, যাত্রীরা সামান্য ব্যয়ে, হাত,পা, কাঁধ ম্যাসাজ করিয়ে নিতে পারবেন। এর জন্য অবশ্য আলাদা আলাদা চার্জ নেওয়া হয়।

 

শুধু মেশিনেই ফিটনেস পরীক্ষা নয়। এর আগে 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট'-এর পরিকল্পনা অনুসারে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি স্টেশনে হেলথ এটিএম থেকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। স্টেশনে হেলথ এটিএম কিয়স্ক বসানো হয়েছে। এখানে যাত্রীরা খুব স্বল্প সময়ে এবং নামমাত্র ব্যয়ে রক্ত চাপ, ব্লাড সুগারের মতো ১৬ টি পরীক্ষার সুবিধা পাওয়া যাবে। যার জন্য কেবল ৫০ টাকা দিতে হবে। ভারতে এই ধরনের ব্যবস্থা একেবারেই নতুন। এর আগে মস্কো এবং বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশে এই ধরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =