চিনের নতুন অবদান বার্ড ফ্লু! মৃত্যুর হার ৫০%, অতিমারি আতঙ্কে ভুগছে মানুষ

চিনের নতুন অবদান বার্ড ফ্লু! মৃত্যুর হার ৫০%, অতিমারি আতঙ্কে ভুগছে মানুষ

নয়াদিল্লি:  করোনা অতিমারির কবলে গোটা বিশ্ব৷ করোনা সঙ্কট মাথার উপর থেকে এখনও যায়নি৷ এরই মধ্যে চোখ রাঙাচ্ছে নয়া মহামারি৷ যা করোনার মতোই ভয়াবহ বলে দাবি বিশেষজ্ঞ মহলের৷ গোটা বিশ্বে বার্ড ফ্লু ভয়াবহ আকার ধারণ করতে চলেছে বলে দাবি করা হচ্ছে৷ যার জেরে ৫০ শতাংশ মৃত্যুর সম্ভবনা রয়েছে৷ এই বিষয়ে সতর্কতা জারি করেছে চিনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র৷ 

আরও পড়ুন- সত্যিই অন্ধকারে ডুবতে চলেছে আফগানিস্তান! বিদ্যুৎ সমস্যায় জেরবার

সারা বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া হয় মুরগির মাংস৷ বার্ড ফ্লু-র জেরে প্রভাবিত হবে গোটা বিশ্ব৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থ হু বলছে, চিনে H5N6 বার্ড ফ্লু থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে৷ এই বিষয়টি সামনে এসেছে৷ যা নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এর আগে বেশ কয়েকবার বার্ড ফ্লু হয়েছে৷ কিন্তু  তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি৷ কিন্তু চিনে যে ভাইরাস মিলেছে, তা মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে বলে সতর্ক করা হয়েছে৷

২০১৪ সালে প্রথম বার বার্ড ফ্লু থেকে মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা সামনে এসেছিল৷ এর পর ৪৮ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হন৷ যার অধিকাংশই চিনে৷ গত তিন মাসে চিনের ওয়াংশি এলাকায় হু হু করে বাড়ছে বার্ড ফ্লুর দাপট৷ বহু মানুষ H5N6 ফ্লুতে আক্রান্ত হয়েছেন৷ যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ৷ কারণ আক্রন্ত ব্যক্তিদের ৫০ শতাংশ মানুষেরই মৃত্যু হয়েছে৷ জীবত ব্যক্তিরাও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন৷ তাঁরাও জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত চিনে যাঁরা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন, তাঁরা সকলে পোল্টি ফার্মের সঙ্গে যুক্ত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 1 =