শিকার: সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা। শ্রাবণ মাসের সোমবারে পুজো দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হল তিন ভক্তের। আহত বহু। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর। ফলে আগামীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা তিনজনই মহিলা, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একজনকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকিদের সনাক্তকরণের চেষ্টা চলছে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভোররাত থেকেই ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শ্রাবণ মাসের পুজোর জন্য রাজস্থানের শিকার জেলার খাটো শ্যামের মন্দির অত্যন্ত জনপ্রিয়। সেই মন্দিরের দরজা খুলে ভোর পাঁচটা নাগাদ। তারপরই ওই মন্দিরে কে আগে প্রবেশ করবেন তাই নিয়ে শুরু হয় হুড়োহুড়ি, ঠেলাঠেলি। তাতেই অনেকে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তিন মহিলা পুন্যার্থীর। এছাড়াও আরো দুজনকে কোনওমতে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জয়পুরের হাসপাতলে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরের দরজা খুলতেই বিপুল সংখ্যক দর্শনার্থীর ঢল মন্দিরের ছোট গেট দিয়ে প্রাণপণে ঢোকার চেষ্টা করতে শুরু করে। এর জেরেই এই দুর্ঘটনা। পিছনের দিক থেকে ধাক্কা দেওয়ার ফলে মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় এবং তাতেই তাঁরা পদপৃষ্ঠ হন।
অন্যদিকে জানা যাচ্ছে এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পুলিশের একটি বিশাল বাহিনী ওই মন্দির চত্বরে পৌঁছায় এবং তাদের প্রায় এক ঘন্টার চেষ্টায় মন্দিরের পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
