ভারতে কত দিন ধরে বন্ধ স্কুল? আন্দাজ আছে

ভারতে কত দিন ধরে বন্ধ স্কুল? আন্দাজ আছে

নয়াদিল্লি: করোনা আবহে মাসের পর মাস স্কুল-কলেজ বন্ধ দেশে। টানা শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়নি ভারত সহ একাধিক দেশে। মাঝে কয়েক দিন খুললেও ওমিক্রন দাপটে আবার ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির। এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা পড়ুয়াদের। যারা অনলাইন ক্লাস করতে পারছেন, পারছেন; কিন্তু বেশিভাগই এই সুবিধা পাচ্ছে না বলে একাধিক গবেষণায় উঠে এসেছে। আর কত দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে তা এই মুহূর্তেও বলা সম্ভব নয়। কিন্তু এই তথ্য পাওয়া গেল যে ভারত সহ একাধিক দেশে কত দিন ধরে বন্ধ স্কুল।

আরও পড়ুন- বাজেটের আগে শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটি

ইউনিসেফের তরফে এই বিষয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে বিশ্বজুড়ে কোন কোন দেশে কত দিন ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় প্রকাশ পেয়েছে যে সবথেকে বেশি সময় ধরে স্কুল বন্ধ রয়েছে উগাণ্ডায়, ৮৩ সপ্তাহ। তারপরে রয়েছে বলিভিয়া, ভারত, নেপাল। এই তিন দেশেই ৮২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে স্কুল। তালিকায় প্রকাশ করার পাশাপাশি এই স্কুল বন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশও করা হয়েছে। কারণ এতদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চাদের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। শিক্ষার হার এবং হাল আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তাদের। কী ভাবে ফের স্কুল খোলা উচিত তার জন্য নির্দিষ্ট নিয়ম তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, যেখানে যেখানে সংক্রমণ আগের তুলনায় কমে গিয়েছে সেখানে স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত, তবে অবশ্যই কোভিড বিধি মেনে। তারা জানাচ্ছে, সব কিছু এমনিতেই খোলা তাই সংক্রমণ ছড়ালে সেখান থেকেই ছড়াতে পারে। কিন্তু যেহেতু এই ধরণের কোনও ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি তাই মনে করা হচ্ছে শুধুমাত্র স্কুল-কলেজ খুলে দেওয়ার ফলে করোনা বড় প্রভাব ফেলতে পারবে না। শিশুদের সংক্রামিত হওয়ার আশঙ্কা সব জায়গা থেকেই। তাই শুধু স্কুল বন্ধ রেখে তা আটকানো যাবে না বলেই স্পষ্ট করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =