Tirupati Temple Laddu Animal Fat
অমরাবতী: অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি মন্দির পৃথিবী বিখ্যাত৷ দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে৷ কিন্তু সেই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ অন্ধ্রপ্রদেশেরই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর দাবি, তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে ‘বিশুদ্ধ’ ঘিয়ের বদলে মেশাো হয়েছে পশুর চর্বি! (Tirupati Temple Laddu Animal Fat)
Animal Fat Controversy
মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবুর অভিযোগ, ওয়াইএসআর কংগ্রেসে জমানায় প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত, তিনি ক্ষমতায় আসার পর শুধুমাত্র খাঁটি ঘি দিয়েই তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ। তাঁর এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে৷ চন্দ্রবাবুর অভিযোগকে ‘বিদ্বেষপূর্ণ’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে ওয়াইএসআর কংগ্রেস।
একই দাবি চন্দ্রবাবুর পুত্রের (Chandrababu Naidu)
একই দাবি তুলেছেন চন্দ্রবাবুর পাশাপাশি পুত্র তথা অন্ধ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রী৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের কাছে সবচেয়ে পবিত্র মন্দির। আমি জেনে অবাক হচ্ছি যে, ওয়াইএস জগন্মোহন রেড্ডির প্রশাসন তিরুপতির প্রসাদমে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছে।’’
আরও পড়ুন-
‘এক দেশ এক ভোট’ চালুর পথে কেন্দ্র!
৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ললিতের,
জম্মু-কাশ্মীর নির্বাচনে বিজেপির ক্ষমতা দখল কঠিন কেন?
দিল্লির কুর্সিতে অতিশীকে বেছে নিলেন কেজরিওয়াল, দেশে এ বার দু’জন মহিলা মুখ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি!
‘এক দেশ এক নির্বাচন’ হলে বিরোধীরা কেন অসুবিধায় পড়বে? One Nation One Election