ত্রিপুরায় আবারও আক্রান্ত তৃণমূল! ব্যাপক মারধরে অভিযুক্ত বিজেপি

ত্রিপুরায় আবারও আক্রান্ত তৃণমূল! ব্যাপক মারধরে অভিযুক্ত বিজেপি

আগরতলা: বাংলা জয়ের পর ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সেখানে সংগঠন মজবুত করার কাজ শুরু হয়ে গেছে এবং দফায় দফায় বেশ কয়েকবার রাজ্য সফর সেরে ফেলেছে ঘাসফুল বাহিনী। এর আগে তাদের সঙ্গে সেখানে কী হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। হামলা থেকে শুরু করে গ্রেফতারি, সবই সামলাতে হয়েছে তৃণমূল নেতাদের। এবার একবার ফের তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ত্রিপুরায়। এবারেও অভিযুক্ত বিজেপি। 

জানা গিয়েছে, ত্রিপুরার যুব তৃণমূল নেতা তথা তৃণমূলের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য শান্তনু সাহাকে মারধর করা হয়েছে। ত্রিপুরার তৃণমূল নেতা আশিসলাল সিংহের দাবি, শুক্রবার রাতে বাড়ির সামনে বসে বিসর্জনের শোভাযাত্রা দেখছিলেন শান্তনু সাহা। তখনই বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। আচমকাই বেধড়ক মারতে শুরু করে তাঁকে। তারপর শান্তনুকে রাস্তায় ফেলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পড়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি চিকিৎসাধীন। আশিসের কথায়, বিজেপির মদতে এই কাজ হয়েছে। তারাই গুণ্ডা পাঠিয়ে ওই কর্মীকে মারধর করেছে। তিনি এও বলছেন যে, বিজেপি আদতে ভয় পেয়েছে তৃণমূলের এই উত্থানে। তাই এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ত্রিপুরার বিজেপি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =