অভিষেকের সফর শুরুর আগেই উত্তপ্ত ত্রিপুরা, ছেঁড়া হল তৃণমূলে হোর্ডিং-ব্যানার

অভিষেকের সফর শুরুর আগেই উত্তপ্ত ত্রিপুরা, ছেঁড়া হল তৃণমূলে হোর্ডিং-ব্যানার

 

আগরতলা:   রাজ্যে হ্যাট্রিকের পর তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা৷ মিশন ত্রিপুরাকে সামনে রেখে আজ দুপুরে উত্তরপূর্বের এই রাজ্যে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁর সফর শুরুর আগেই উত্তপ্ত ত্রিপুরা৷ ছেঁড়া হল অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তৃণমূলের হোর্ডিং-ব্যানার৷ এই ঘটনায় বিজেপি দিকেই আঙুল তুলেছেন ত্রিপুরা তৃণমূল সভাপতি আশিষ লাল সিংহ৷ 

আরও রড়ুন- ভোটে হেরেও জল যন্ত্রণা মেটাতে ‘ত্রাতা’ সায়নী, ‘বেপাত্তা’ অগ্নিমিত্রা 

তাঁর কথায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বিমান বন্দরের বাইরে কিছু হোর্ডিং-ব্যানার লাগানো হয়েছিল৷ কিন্তু রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে দিয়েছে বিজেপি৷ আজ বেলা ১২টা নাগাদ আগরতলায় পৌঁছবেন অভিষেক৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুরু হবে তাঁর ত্রিপুরা সফর৷ কথিত আথে ত্রিপুরার যাবতীয় শুভ কাজ শুরু হয় ত্রিপুরেশ্বরীকে পুজো দিয়েই৷ এরপর দুপুর ৩টে নাগাদ আগরতলার একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি৷ এই বৈঠকে যোগ দিত আগেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন সেরাজ্যের তৃণমূল নেতারা৷ 
 

এর আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক-এর কর্মীদের আগরতলার হোটেলে বন্দি রাখার ঘটনায় উত্তেজনা বেড়েছিল ত্রিপুরায়৷ এই ঘটনায় বিল্পব দেবের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানায় তৃণমূল৷ এরই মধ্যে ত্রিপুরায় পৌঁছয় ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদাররা। যদিও তাঁদের হোটেলে ঢুকতে দেওয়া হয়নি৷ অভিযোগ, করোনা বিধি লঙ্ঘন করেছেন আইপ্যাকের কর্মীরা৷  তাঁদের থানাতেও তলব করা হয়৷ 

আরও পড়ুন- মোদী-শাহের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা!

২০২৩ সালে বিধানসভা ভোট ত্রিপুরায়৷ তার আগে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল৷ গত শুক্রবার ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী, বিধায়ক সহ ৭ জন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে রাজ্যে যাব, সেখানে জিততে যাব৷ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সেই জয়ের তৈয়ারি৷ তাঁর সফরের আগে হোর্ডিং ছেঁড়ার ঘটনা ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনীতির কারবারীরা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =