ফের আক্রান্ত তৃণমূল, দুই কর্মীর বাড়িতে হামলা, মারধরে উত্তপ্ত ত্রিপুরা

ফের আক্রান্ত তৃণমূল, দুই কর্মীর বাড়িতে হামলা, মারধরে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা:  ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল৷ আগরতলার বাঁধারঘাটে দুই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে৷ বাড়িতে ঢুকে চলানো হল ভাঙচুর, মারধর৷ এই ঘটনায় আক্রান্ত হয়েছেন মুজিবুর রহমান ও শুভঙ্কর দেব নামে দুই তৃণমূল কর্মী৷ 

আরও পড়ুন- নথি ছাড়াই চাকরিতে বহাল শিক্ষক, মামলা হতেই কেঁচো খুঁড়তে কেউটে 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ দুপুরে তৃণমূলে যোগদান কর্মসূচি নেওয়া হয়েছিল৷ দুপুর ২টোর সময় মুজিবুর রহমানের বাড়িতে ছিল এই কর্মসূচি৷ কিন্তু অভিযোগ, এই কর্মসূচি শুরুর আগেই তাঁর বাড়ি ঘেরাও করে হামলা চালায় বিজেপি কর্মীরা৷ শুধু মুজিবুরের বাড়িতেই হামলা নয়, তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে৷ খবর পেয়েই শান্তনু সেন ও কুণাল ঘোষ বাঁধারঘাটের উদ্দেশে রওনা দেন৷ এদিকে, আক্রান্ত দুই তৃণমূল কর্মী মুজিবুর রহমান ও শুভঙ্কর দেব আপাতত বাড়িতে রয়েছেন বলেই খবর৷ কারণ, এখনও তাঁদের বাড়ি ঘেরাও করে রেখেছে বিজেপি কর্মীরা৷ 

আরও পড়ুন- মাথার ঘায়ে কুকুরের পাগল হওয়ার অবস্থা! উপনির্বাচন নিয়ে কটাক্ক দিলীপের 

ঘটনার সূত্রপাত হয় গতকাল৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রচার শুরু করেছিল তৃণমূল৷ অনুষ্ঠানের প্রস্তুতি চলার সময় মহারাজা বীর বিক্রম কলেজের এক ছাত্রীর উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি যুব মোর্চা এবিভিপি’র বিরুদ্ধে৷ এর পর শুরু হয় ধুন্ধুমার৷ তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগও ওঠে৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপি৷ এর পর গতকাল রাতেই ত্রিপুরার উদ্দেশে রওনা দেন শান্তনু সেন ও কুণাল ঘোষ৷ থানায় গিয়ে নালিশও জানান তাঁরা৷ আজ সকাল থেকেই চলছিল কর্মসূচি৷ দুপুরে যোগদান কর্মসূচি শুরুর আগেই হামলা চালায় বিজেপি৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =