এবার যোগী রাজ্যেও ‘খেলা হবে’ দিবস! জোড় প্রস্তুতি তৃণমূলের

এবার যোগী রাজ্যেও ‘খেলা হবে’ দিবস! জোড় প্রস্তুতি তৃণমূলের

লখনউ: দিল্লি দখলের আগে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা ও উত্তরপ্রদেশে৷ বাংলার পর এবার যোগী রাজ্যে তৃণমূলের ‘খেলা হবে’ ৷ প্রসঙ্গত, বঙ্গ বিধানসভা ভোটের সময় থেকেই রাজনীতির ময়দানে জায়গা করে নিয়েছে তৃণমূলের ‘খেলা হবে’ শব্দবন্ধ৷ ক্ষমতায় আসার পর  ২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যে ‘খেলা হবে’ দিবসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১৬ অগাস্ট পালন করা হবে এই দিন৷ সেই উপলক্ষে ক্লাবগুলিকে ইতিমধ্যেই ফুটবল বিতরণ করা হয়েছে৷ তবে শুধু পশ্চিমবাংলায় নয়, উত্তরপ্রদেশেও পালিত হবে ‘খেলা হবে’ দিবস৷ 

আরও পড়ুন- ইসরোর স্বপ্নভঙ্গ, উৎক্ষেপণের পর প্রযুক্তির ত্রুটিতে কক্ষপথে পৌঁছল না কৃত্রিম উপগ্রহ

উত্তরপ্রদেশের এক তৃণমূল নেতা জানান, ১৬ অগাস্ট উত্তরপ্রদেশেও খেলা হবে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ ওই দিন লখনউয়ের একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে৷ যদিও তৃণমূলের খেলা হবে কর্মসূচিতে যোগী সরকারের অনুমতি মিলবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর৷ তিনি আরও জানান, করোনা বিধি মেনে ফুটবল ম্যাচের আয়োজন করা হবে৷ চিঠি লিখে রাজ্য সরকারের কাছে অনুমতিও চাওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে এখনও যোগী সরকারের পক্ষ থেকে কোনও জবাব আসেনি৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশে তৃণমূলের কর্মসূচিতে ভয় পাচ্ছে রাজ্যের বিজেপি সরকার৷ 

আরও পড়ুন- ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর ছবি কেন? অবশেষে জবাব কেন্দ্রের

 খেলা হবে দিবস-কে শুধু বাংলার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না তৃণমূল৷ দেশের  বিভিন্ন প্রান্তে ‘খেলা হবে’ দিবস পালনে বদ্ধপরিকর তারা৷ ইতিমধ্যেই ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে৷ গুজরাতেও শুরু হয়েছে প্রস্তুতি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =