দূষণ রুখতে গাড়ি কোম্পানিকে ৫০০ কোটি টাকা জরিমানা

নয়াদিল্লি: দূষণ রুখতে বিদেশি গাড়ি কোম্পানিকে ৫০০ কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল৷ একটি জার্মান গাড়ি সংস্থাকে জরিমানা করা হয়েছে৷ ট্রাইবুন্যালের চেয়ারপার্সন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ মাসের মধ্যে ওই গাড়ি সংস্থাকে জরিমানার টাকা জমা করতে হবে৷ গাড়ি সংস্থাটির যুক্তি, তারা কোনও আইনভঙ্গ করেনি৷ পরীক্ষায় যে ফল পাওয়া গিয়েছে তা রাস্তায়

দূষণ রুখতে গাড়ি কোম্পানিকে ৫০০ কোটি টাকা জরিমানা

নয়াদিল্লি: দূষণ রুখতে বিদেশি গাড়ি কোম্পানিকে ৫০০ কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল৷
একটি জার্মান গাড়ি সংস্থাকে জরিমানা করা হয়েছে৷ ট্রাইবুন্যালের চেয়ারপার্সন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ মাসের মধ্যে ওই গাড়ি সংস্থাকে জরিমানার টাকা জমা করতে হবে৷

গাড়ি সংস্থাটির যুক্তি, তারা কোনও আইনভঙ্গ করেনি৷ পরীক্ষায় যে ফল পাওয়া গিয়েছে তা রাস্তায় পরীক্ষা করার জেরে৷ আর সে জন্য কোনও মান নির্ধারিত নেই৷ কিন্তু ট্রাইবুন্যালের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গাড়ি সংস্থার আপত্তি তারা ধর্তব্যের মধ্যে আনছে না৷

এর আগে এনজিটি সৃষ্ট একটি কমিটি ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থার ওপর দূষণের জেরে ১৭১-৩৪ কোটি টাকা জরিমানা চাপায়। এই বেঞ্চ সেই পরিমাণ প্রায় ৪ গুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =