লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন! হইহই কাণ্ড

লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন! হইহই কাণ্ড

3a7d35f0b7c14318cbe65e1d1f5483da

লখনউ: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় দেশকে। সেই ভয়ঙ্কর রাত এবং হাড়হিম করা দৃশ্য কেউই ভুলতে পারেনি এখনও। তবে ট্রেন দুর্ঘটনার ঘটনা যে কম হচ্ছে এমনটা নয়। এবার লাইনচ্যুত হয়ে ট্রেন প্ল্যাটফর্মে উঠে যাওয়ার মতো ঘটনা ঘটল। যদিও স্বস্তির বিষয়, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বহুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে মথুরা স্টেশনে। 

ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন যাত্রী। প্রতিদিনের মতোই স্টেশনে এদিকে-ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন অনেকেই। ইতিমধ্যেই ট্রেন ঢুকতে থাকে প্ল্যাটফর্মে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা যে সোজা প্ল্যাটফর্মে উঠে যাবে তা কেউই টের পাননি! মঙ্গলবার রাত ১০টা ৪৮ মিনিটে একটি শকুরবস্তি-মথুরা মেমু ট্রেন মথুরা স্টেশনে ঢুকছিল। ট্রেনটির ২এ প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তা হুড়মুড়িয়ে উঠে এল একেবারে প্ল্যাটফর্মের ওপরে। কী কারণে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। 

জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে যাত্রী থেকে টিকিট পরীক্ষক এবং ট্রেনচালক, সবাই ট্রেন থেকে নেমে পড়েছিলেন। এই ঘটনায় ওভারহেড বিদ্যুতের খুঁটি ভেঙে গড়িয়ে পড়ে লাইনের ওপর। তাতেও বেশ কিছুটা ক্ষতি হয়েছে লাইন এবং প্ল্যাটফর্মে। তবে কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় সকলে হাঁফ ছেড়ে বেঁচেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *