ট্রেনের জানলার ধারে বসেছিলেন, হঠাৎ গলায় বিঁধল লোহার রড! সব শেষ

ট্রেনের জানলার ধারে বসেছিলেন, হঠাৎ গলায় বিঁধল লোহার রড! সব শেষ

নয়াদিল্লি: এমন কিছু ঘটনা ঘটে যা ব্যাখ্যা করা সম্ভব হয় না। শুধু অবাক হতে হয়। আবার সেই অবাক হওয়ার সঙ্গে থাকে আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার। ঠিক এই ঘটনার মতো। ট্রেনের উইন্ডো সিটে বসতে কার না ভালো লাগে? কিন্তু সেই জায়গায় শুধু বসে বসেই যে প্রাণ চলে যাবে এমন কেউ কল্পনা করতে পারে না। কিন্তু হরিকেশকুমার দুবে নামে এক ট্রেন যাত্রীর সঙ্গে এমনই হল। বেঘোরে প্রাণ হারাতে হল তাঁকে। ট্রেনের জানলার ধারে বসার সময় হঠাৎ একটি লোহার রড জানলার কাঁচ ভেঙে তাঁর গলায় ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যাত্রীর।

আরও পড়ুন- ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! ষড়যন্ত্র হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির

রেল সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (এলাহাবাদ) ডিভিশনের দানওয়ার এবং সোমনা স্টেশনের মাঝামাঝি নীলাচল এক্সপ্রেসে। দিল্লি থেকে রওনা হয়ে কানপুরে যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনা ঘটে সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ। ইতিমধ্যেই ঘটনার ছবি সামনে এসেছে যা দেখে শিউরে উঠছে সকলে। দেখা যাচ্ছে, ট্রেনের একটি কামরার জানলার ধারে বসে রয়েছেন ওই যাত্রী। তাঁর চোখ দুটো বন্ধ, একটা হাত জ্যাকেটের পকেটে। আর জানলা ভেঙে ঢোকা লোহার রড গেঁথে তাঁর গলায়। আশেপাশে ভাঙা কাঁচ ভর্তি, সামনে পড়ে মোবাইল ফোন। এই দৃশ্য দেখে শিহরিত হচ্ছে সবাই। যারা ট্রেনে যাতায়াত করেন, জানলার ধারে বসেন তাদের শরীরে হয়তো ঠান্ডা স্রোত বইছে।

কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা কী ভাবে ঘটল? রেল জানিয়েছে, লাইনে কাজের জন্য রাখা একটি লোহার রড দুর্ঘটনাবশত জানলা ভেঙে তাঁর গলায় ঢুকে যায়। কিন্তু কাজের জন্য রাখা লোহার রড কী ভাবে বন্ধ জানলা দিয়ে যাত্রীর শরীরে বিঁধল তা স্পষ্ট নয়। এদিকে আলিগড় জংশনে গিয়ে ট্রেনটি থামলে ওই যাত্রীর দেহ উদ্ধার করে জিআরপি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =