লখনউ: দুই জনেরই বয়স ৭০রের আশেপাশে। দুই জনের একই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১১ ফেব্রুয়ারি দুই জনেরই মৃত্যু হয়। কিন্তু একজন হিন্দু ও অন্যজন মুসলিম। পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার বড় ভুল করে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহ পালটে যায়। যার জেরেই মুসলিম বৃদ্ধাকে দাহ করে দেওয়া হয় হিন্দু মতে। ঘটনার ক্ষুব্ধ দুই পরিবারের সদস্যরা। ইতিমধ্যে মুসলিম বৃদ্ধার পরিবারের তরকফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
৭৩ বছরের ইশরাত মির্জা বেশ কয়েকদিন ধরে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই হাসপাতালেই ৭৮ বছরের অর্চনা গর্গও ভর্তি ছিলেন। মৃত্যুর পর গর্গের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ইশরাত মির্জার দেহ বল বলে অভিযোগ করেন সইদ নিবাসি। তিনি আমেরিকায় থাকেন। দেহ যে বদলে গিয়েছে তা তিনি একদিন পরে বোঝেন। কিন্তু ততক্ষণে ইশরাত মির্জার দেহ অর্চনা গর্গ ভেবে দাহ করা হয়ে দিয়েছে। এরপরেই মির্জার পরিবার থানায় গ্রেপ্তার করেন বলে জানা গিয়েছে।
পুলিশে অভিযোগ জানাতে গিয়ে সঈদ জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই ভুল করেছে। হাসপাতালে অঙ্গ পাচার চক্র রয়েছে। তা ধামাচাপা দিতেই কর্তৃপক্ষ দেহ বদল করে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দেহ পালটপালটিতে তাদের গাফিলতি মেনে নিয়েছে। হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে, ওই হাসপাতালের প্রধান গোলাম জিশান জানিয়েছেন, এই ক্ষেত্রে হাসপাতালের স্ট্যান্ডার্ড প্রোটোকল মানা হয়নি। যে কর্মীদের জন্য এই ভুল হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।