আপ-এর টিকিটে জিতে নজির গড়লেন ‘ডার্লিং’ ববি, বড় বার্তা পেল সমাজ

আপ-এর টিকিটে জিতে নজির গড়লেন ‘ডার্লিং’ ববি, বড় বার্তা পেল সমাজ

নয়াদিল্লি: বিজেপির ১৫ বছরের রেকর্ড ভেঙে দিল্লি পুরসভার দখল নিয়েছে আম আদমি পার্টি। মোট ১৩৪ টি আসন আপের দখলে, বিজেপি পেয়েছে ১০৪ টি আসন। দলের এই জয়ের পাশাপাশি আলোচনা হচ্ছে আপের এক প্রার্থীকে নিয়ে। তিনি ববি কিন্নর। কিন্তু কেন এত প্রার্থী থাকতে এই ববিকে নিয়ে এত কথা? এর কারণ হল তিনি আম আদমি পার্টির একমাত্র প্রার্থী যিনি তৃতীয় লিঙ্গের। দিল্লি পুরনিগম ভোটে ববি তাই ইতিহাস গড়েছেন। তিনি লড়েছেন এবং ভোটে জিতেওছেন।

আরও পড়ুন: দিল্লিতে ধরাশায়ী কংগ্রেস, অর্ধেকের বেশি আসন জেতার পথে আপ

সুলতানপুর মজরার ওয়ার্ড এ থেকে জয়ী হয়েছেন ববি। তবে এই প্রথমবার নির্বাচনে লড়েননি তিনি। এর আগে ২০১৭ সালেও কাউন্সিলর হতে নির্দল হিসেবে নির্বাচনে লড়েছিলেন ববি। তবে সেবার এই আম আদমি পার্টির প্রার্থীর কাছেই হারতে হয়েছিল তাঁকে। কিন্তু নয়া ইতিহাস সৃষ্টি করেছেন ববি কিন্নর। তবে শুধু ববি নজির গড়েছেন এমন নয়, নজির তৈরি করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। কারণ দিল্লিতে এই প্রথম কোনও রাজনৈতিক দল রূপান্তরকামী সম্প্রদায়ের প্রার্থীকে নির্বাচনের টিকিট দিয়েছে। কিন্তু আদতে এই ববি কে? কী ভাবে তাঁর উত্থান? জেনে নিন।

৩৮ বছরের ববির জন্ম এই সুলতানপুরেই। ১৫ বছর বয়সে ববিকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায় একটি রূপান্তরকামী দল, তখন থেকেই বিয়েবাড়িতে নাচতেন তিনি। বড় হওয়ার পর ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফেরার লড়াই শুরু হয় তাঁর এবং সমাজকর্ম ও রাজনীতিতে আসার ইচ্ছা জাগে। এক সময়ে আন্না হাজারের আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =