‘দিদিকে বলো’-কে অনুসরণ বিপ্লবের! নতুন কৌশল ত্রিপুরার জন্য

‘দিদিকে বলো’-কে অনুসরণ বিপ্লবের! নতুন কৌশল ত্রিপুরার জন্য

আগরতলা: বাংলার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর এখন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ত্রিপুরা। বিগত কয়েক সপ্তাহে সেই রাজ্যে যে ঘটনা ঘটেছে তা সকলেরই জানা। একাধিকবার বিক্ষোভের সম্মুখীন হয়েছে ঘাসফুল শিবিরের প্রতিনিধিরা, এমনকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল। যদিও হাল ছাড়ার কোন প্রশ্নই নেই ঘাসফুল শিবিরের। ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বাড়বাড়ন্ত ইতিমধ্যেই লক্ষ্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাই এবার তিনি নতুন কৌশল নিলেন। যদিও অনেকেই মনে করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল নকল করেছেন তিনি।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, বাড়ছে ব্যাঙ্ক খোলার সময়সীমা, ঘোষণা মমতার

ত্রিপুরায় জনসংযোগে বাড়তি নজর দিয়ে হেল্পলাইন নম্বর চালু করেছে বিপ্লব দেব সরকার। এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ‘দিদিকে বলো’ চালু করেছিলেন ঠিক তেমন আদলেই ত্রিপুরায় চালু হয়েছে এই হেল্পলাইন নম্বর। দুই ক্ষেত্রেই সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারেন। মনে করা হচ্ছে আগামী নির্বাচনকে নজরে রেখেই সাধারণ মানুষের আরো কাছে পৌঁছতে চাইছে বিপ্লব দেব প্রশাসন। এখন যেহেতু তৃণমূল সেই রাজ্যের বেশি প্রভাব বিস্তার করতে চাইছে তাই এই সময় নিজেদেরকে কোনো ভাবেই পেছনে রাখতে চাইছে না তারা।

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

এর আরো একটা বড় কারণ হল, তৃণমূল কংগ্রেস সেই রাজ্যে নিজেদের কার্যালয় খুলতে যাচ্ছে। জানা গিয়েছে, ত্রিপুরায় ইতিমধ্যেই দুটি বাড়ি দেখে রেখেছে দলীয় কর্মীরা। তার মধ্যে থেকে একটিবাড়ি পছন্দ হয়েছে শীর্ষ নেতৃত্বের। সেখানেই দলীয় কার্যালয়ে খোলা হবে বলে জানা যাচ্ছে। এই দলীয় কার্যালয় আগরতলা এলাকায় হবে বলেই খবর। এখন শুধু অপেক্ষা ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সম্মতির। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ত্রিপুরা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই সঙ্গে সেখানকার দলীয় কার্যালয়ের উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =