শিয়ালদহ উড়ালপুলের ছবি এবার ত্রিপুরার বিজ্ঞাপনে! হইহই সর্বত্র

শিয়ালদহ উড়ালপুলের ছবি এবার ত্রিপুরার বিজ্ঞাপনে! হইহই সর্বত্র

আগরতলা: উত্তরপ্রদেশের সরকারি বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল কলকাতার মা উড়ালপুলের ছবি। আবার উত্তরাখণ্ড সরকার একটি প্রস্তাবিত বিমানবন্দরের বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করে পশ্চিমবঙ্গের অন্ডাল বিমানবন্দরের ছবি। আর এখন ত্রিপুরার এক বিজ্ঞাপনে দেখা গেল শিয়ালদহ উড়ালপুল! এই ইস্যুতে এখন হই হই সব জায়গায়। বিপ্লব দেব সরকার নিজেদের রাজ্যের উন্নয়ন দেখাতে শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করেছে, অভিযোগ তৃণমূলের।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জেতার পর ঘাসফুল শিবিরের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা। সেখানে ইতিমধ্যেই পুরভোটে লড়াই করেছে তারা এবং তাদের পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে বিপ্লব দেব সরকার রাজ্যের উন্নয়ন দেখাতে গিয়ে কলকাতার একটি উড়ালপুলের ছবি দেখিয়েছে যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে হলুদ ট্যাক্সি, কলকাতা শহরের একাধিক রুটের বাস। ছবি দেখে স্পষ্ট বলে দেওয়া যাবে যে এটি কোন শহরের যানবাহন। তবে বিতর্ক সৃষ্টি হতেই ত্রিপুরা প্রশাসন ছবি মুছে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে খোঁচা দিয়েছে বিজেপি সরকারকে।

উল্লেখ্য, গাড়ি চালানোর নিয়ম সংক্রান্ত একটি স্লোগান লেখার প্রতিযোগিতার বিজ্ঞাপন ত্রিপুরা সরকারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে যে ছবিটি ব্যবহার করা হয় সেটিতে ফ্লাইওভার এবং যানবাহনের ছবি দেখে স্পষ্টই বোঝা যায় সেটি কলকাতার শিয়ালদা উড়ালপুল। এরপরেই টুইটারে AITC ত্রিপুরার তরফে লেখা হয়, ‘ত্রিপুরার বিজেপি কী ভাবে এই রাস্তা সে রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও ভালো রাস্তা নেই? বিজেপির বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি। অদ্ভূত লাগে বিজেপি বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =