বেগুনি পাড়ের ক্রিম রঙা শাড়িতে হস্তশিল্পের ছোঁয়া, বাজেটে নজরবন্দি অর্থমন্ত্রীর শাড়ি

কলকাতা: আজ, সংসদে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন…

Central Budget Price Impact Budget 2024 Price Changes, Central Budget Impact on Prices, Commodity Price Increase, Commodity Price Decrease, TDS Announcement Budget, Capital Gain Exemption Increase, Women Property Benefits, Infrastructure Budget Allocation, Cheaper Mobile Chargers, Gold and Silver Price Drop,

কলকাতা: আজ, সংসদে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা৷। বাজেটে কতটা কল্পতরু হবে মোদী সরকার, সে দিকেই নজর থাকবে দেশবাসীর৷ আশা-প্রত্যাশার ভিড়ের মাঝেই ফি বছর নজর কাড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়ি। এবারও ব্যতিক্রম হল না। বাজেট পেশের আগে হাতে ধরা লাল ট্যাবলেট৷ আর পরনে ক্রিম রঙের শাড়ি৷ তাতে বসানো বেগুনি রঙের পাড়। শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরেছেন গাঢ় বেগুনি রঙের ব্লাউজ। এদিন, দু হাতে সাধারণ দুটি চুড়ি, গলায় হার, কানে ছোট দুল আর কপালে টিপ – এই পোশাকেই সংসদে আসেন অর্থমন্ত্রী। বরাবরই সাদামাটা বেশ তাঁর৷ তবে শাড়ির পছন্দ নিখুঁত এবং বিশেষ প্রশংসনীয়।

 

অর্থমন্ত্রীর শাড়ি প্রীতির কথা প্রায় সকলেরই জানা৷ বাজেটের দিনে তাঁর শাড়ির দিকে বিশেষ নজর থাকে দেশবাসীর। গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশের দিন নীল রঙের তসর সিল্ক পরেছিলেন তিনি। শাড়ি জুড়ে ছিল সাদা সুতোর কাথা স্টিচের কাজ। ২০২৩ সালের বাজেটে তাঁর গায়ে জড়ানো ছিল লাল শাড়ি৷