Couple
লখনউ: জাতীয় সড়ক ধরে ছুটে চলছে বাইক। বাইকে সওয়ার এক যুগল৷ তাঁদের দেখেই ছবি উঠল ফটাফট৷ এমনকী তা ভাইরালও হল ইন্টারনেটে৷ কিন্তু ভাবছেন তো, এতে আবার নতুন কী আছে! আসলে নতুনত্ব তাঁদের সওয়ারি হওয়ার কায়দায়৷ ছুটন্ত বাইকের পিছনে নয়, বরং সামনের সিটে চপে বসেন ওই তরুণী৷ তারপর সামনে থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেন প্রেমিককে! সেই অবস্থাতেই বাইক ছোটান প্রেমিক৷ যোগীরাজ্যের এই যুগলের ‘কীর্তি’ নেটপাড়ায় শোরগোল ফেলেছে৷ এর জন্য অবশ্য কড়া জরিমানার মুখেও পড়তে হয়েছে বাইক চালক যুবককে। জানা গিয়েছে, ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
এই ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুরের। সম্প্রতি আলিঙ্গনরত অবস্থায় বাইক সওয়ার হতে দেখা যায় ওই যুগলকে। তাঁদের রোমান্সের সাক্ষী ছিলেন তাঁদের পিছনে আসা একটি গাড়ির যাত্রী৷ তিনি তাঁর মোবাইলে ওই যুগলের ছবি তুলে নেন৷ তার পরেই তা নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। এই ভিডিয়ো ঘিরে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, রাস্তায় এভাবে যাওয়ার অর্থ কী? এর থেকে বড় কোনও বিপদও ঘটতে পারে৷ এই কাণ্ড ঘটিয়ে ৮ হাজার টাকা জরিমানার মুখে পড়তে হল বাইক চালককে। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এতে তো আলিঙ্গনরত অবস্থায় চাইক সওয়ারি করেছেন ওই যুগল, তার পর কারও মাথায় হেলমেটের দেখাও মেলেনি৷
গত মাসে এমনই ঘটনার সাক্ষী হয়েছিল রাজস্থানের জয়পুর৷ বিপদের পরোয়া না করে চলন্ত বাইকে চুম্বনে রত হয়েছিল এক যুগল। বেশ কিছুক্ষণ চুম্বনরত অবস্থাতেই বাইক ছোটান প্রেমিক। পিছনের গাড়ি থেকে কেউ বা কারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন৷ যা ভাইরাল হয়ে যায়৷
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)