গর্ভবতী মহিলাদের টিকাকরণ নিয়ে নির্দেশিকা কেন্দ্রের, বার্তা পেল রাজ্য

গর্ভবতী মহিলাদের টিকাকরণ নিয়ে নির্দেশিকা কেন্দ্রের, বার্তা পেল রাজ্য

নয়াদিল্লি: দেশে পুরোদমে চলছে করোনা ভাইরাস টিকাকরণ। যদিও এখনও ভ্যাকসিন নিয়ে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভবতী মহিলাদের কোভিড টিকাকরণ। এবার এই নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার। গর্ভবতী মহিলাদের করোনা ভাইরাস টিকাকরণে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গর্ভবতী মহিলারা কেন্দ্রের কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন কিংবা সরকারি ও বেসরকারি টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারেন বলে জানানো হয়েছে। পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে এই বিষয়ে নির্দেশিকা পাঠিয়েছেন। 

গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার ব্যাপার নিয়ে আলোচনা চলছিল অনেক আগে থেকেই। ২৮ মে জাতীয় টিকাকরণ উপদেষ্টা গোষ্ঠী গর্ভবতী মহিলাদের টিকাকরণের জন্য কেন্দ্রকে সুপারিশ করে। অবশেষে সেই সুপারিশ মেনে নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে, স্বাভাবিক নিয়মেই গর্ভবতী মহিলাদের টিকাকরণ হবে। এর আগে ৩০ জুন গর্ভবতী মহিলাদের টিকাকরণ নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর বৈঠকে বসেছিল। কোন নিয়মে টিকাকরণ হবে, তা নিয়ে আলোচনা হয়। এবার কেন্দ্রীয় নির্দেশ আসার পরেই সেই টিকাকরণ শুরু হবে বলেই ধারণা। 

আরও পড়ুন: দম্ভ এবং অজ্ঞতার ভ্যাকসিন হয় না! রাহুলকে কটাক্ষ কেন্দ্রের

এমনিতেই দেশে আবার করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে প্রবলভাবে। একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। তাই অবশ্যভাবে শিশুদের মায়েদের এবং গর্ভবতীদের টিকাকরণের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত যেহেতু শিশুদের টিকা বের হয়নি তাই মায়েদের এবং গর্ভবতী মহিলাদের ভ্যাকসিন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হবে, কারণ শিশুর কাছে সবথেকে বেশি সময় মায়েরাই থাকেন। তবে এর আগে এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন যে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই শিশুদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন চলে আসবে। এইমস প্রধানের কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজার এবং বায়এনটেক-ও শিশুদের জন্য করোনাভাইরাস টিকা তৈরি করছে যা পরবর্তী ক্ষেত্রে ভারতে ছাড়পত্র পেতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =