তৈরি হল ৭ তলা উঁচু রকেট! কবে পাড়ি দেবে মহাকাশে

তৈরি হল ৭ তলা উঁচু রকেট! কবে পাড়ি দেবে মহাকাশে

vikram 1

হায়দরাবাদ: কয়েক সপ্তাহ আগেই ইতিহাস সৃষ্টি করেছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশ যান নামিয়েছে ইসরো। তা নিয়ে এখনও নানা জায়গায় আলোচনা চলছে। এবার আরও এক উত্তেজক খবর সামনে এল। ভারতের এক প্রাইভেট সংস্থার দ্বারা তৈরি ৭ তলা উঁচু রকেট পাড়ি দিতে চলেছে মহাকাশে। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা ‘স্কাইরুট’-এর সদর দফতর ‘ম্যাক্স কিউ’-তে এই রকেট সম্প্রতি জনসমক্ষে নিয়ে আসা হয়েছে। তা দেখে অনেকের চক্ষুচড়কগাছ। 

এই সংস্থার সদর দফতরটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই রকেট মহাকাশে পাড়ি দেবে। কিন্তু তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এই রকেটটির নাম দেওয়া হয়েছে, ‘বিক্রম ১’। আর এতে করে মহাকাশে একাধিক উপগ্রহ নিয়ে যাওয়া সম্ভব হবে। এটি যারা তৈরি করেছে সেই স্টার্টআপ সংস্থার দ্বিতীয় রকেট ‘বিক্রম ১’। তাদের তরফ থেকে এও জানানো হয়েছে, এই রকেটটি পুরোটা কার্বন দিয়ে তৈরি। একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে ইসরো থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হবে। 

উল্লেখ্য, এর আগে বিক্রম-এস নামক একটি রকেট তৈরি করেছিল এই সংস্থা। ইসরোর উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথম কোনও প্রাইভেট সংস্থা হিসেবে মহাকাশে সেই রকেট পাঠিয়েছিল ‘স্কাইরুট’। জানা গিয়েছে, লো-আর্থ অর্বিটে পৌঁছে যাওয়া যাবে এই রকেটে করে। এই রকেটের পেলোড ধারণের ক্ষমতা ৩০০ কেজি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =