নয়া সংসদ ভবনের ছাদ লিক! জল ধরতে মেঝেতে পাতা হল বালতি! ভিডিয়ো শেয়ার কংগ্রেসের

নয়াদিল্লি: উদ্বোধনের পর নতুন সংসদ ভবনের এটাই প্রথম বর্ষা। কিন্তু, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সংসদ ভবনের একি হাল! সংসদ ভবনের লবির ছাদ লিক করে…

leak

নয়াদিল্লি: উদ্বোধনের পর নতুন সংসদ ভবনের এটাই প্রথম বর্ষা। কিন্তু, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সংসদ ভবনের একি হাল! সংসদ ভবনের লবির ছাদ লিক করে চুঁইয়ে পড়ল জল৷ মেঝেতে পাতা হল বালতি৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে সংসদ ভবনের অন্দরের কাহিনী ফাঁস করল কংগ্রেস।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে সংসদের লবিতের ছাদ থেকে চুঁইয়ে গড়িয়ে পড়ছে জল। সেই জল ধরতে নীচে  পাতা হয়েছে নীল বালতি। তা সত্বেও লবির বেশ অনেকটা অংশই জলে ভিজে গিয়েছে৷ এদিকে, সংসদে যাওয়ার সময় এই লবির উপর দিয়েই যান রাষ্ট্রপতি৷

জল পড়া নিয়ে লোকসভায় কংগ্রেসের হুইপ মাণিকম ঠাকুর মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন বলে জানা গিয়েছে। তাঁর দাবি, মাত্র এক বছর আগে সংসদের নির্মাণ কাজ শেষ হয়েছে৷ তারই মধ্যে যে ভাবে লবির ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ছে তা থেকে স্পষ্ট যে নয়া সংসদ ভবন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অক্ষম। এই ঘটনায় কেন্দ্রকে বিঁধে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। জনতার রায়ও লিক।”