কোন রাজ্যকে কত ভ্যাকসিন? লোকসভায় হিসাব দিল কেন্দ্র

কোন রাজ্যকে কত ভ্যাকসিন? লোকসভায় হিসাব দিল কেন্দ্র

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অভিযোগ করে আসছেন যে কেন্দ্র বাংলাকে পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না। এই নিয়ে চাপানউতোর প্রথম থেকেই বহাল রয়েছে। এবার এই ইস্যুতে কৌতুহল আরো বাড়লো কারণ লোকসভায় কেন্দ্রীয় সরকার যে তথ্য পেশ করেছে তার হিসাব অনুযায়ী সত্যি সত্যি ‘বঞ্চিত’ হয়েছে বাংলা! কারণ কেন্দ্রের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের থেকে অনেক রাজ্য বেশি ভ্যাকসিন পেয়েছে যেখানে জনসংখ্যা বাংলার তুলনায় অনেক কম।

লোকসভা কেন্দ্র যে হিসাব পেশ করেছে তাতে দেখা গিয়েছে, দেশের ৫ রাজ্যকে পশ্চিমবঙ্গের থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার মধ্যে তিন রাজ্যে জনসংখ্যা বাংলার থেকে কম। এই তিনটির মধ্যে আবার দুটি বিজেপি শাসিত রাজ্য! কেন্দ্র তথ্য বলছে, গুজরাট, কর্ণাটক এবং রাজস্থানকে বাংলার তুলনায় বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাদের জনসংখ্যা বাংলার থেকে কম। এর পাশাপাশি উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রকেও পশ্চিমবঙ্গ থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদিও এই দুই রাজ্যের জনসংখ্যা বাংলার থেকে বেশি। সুতরাং একটা বিষয় পরিষ্কার যে পশ্চিমবঙ্গের শাসকদল যে অভিযোগ প্রথম থেকে তুলছিল তা কার্যত কেন্দ্রের তথ্যই প্রমাণ করে দিল। তবে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য গুলিকে পশ্চিমবঙ্গের থেকে বেশি ভ্যাকসিন কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে কোন বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন- পর্ন-কাণ্ডে গ্রেফতার মডেল নন্দিতা ও সঙ্গী মৈনাককে পুলিশি হেফাজতের নির্দেশ

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, সব থেকে বেশি পেয়েছে মহারাষ্ট্র। দু’নম্বরে উত্তরপ্রদেশ। এরপর রয়েছে গুজরাত, রাজস্থান এবং কর্নাটক। তার পর পশ্চিমবঙ্গ। ২০২১-এর আনুমানিক হিসাবে গুজরাত প্রায় ৭ কোটি, রাজস্থান প্রায় ৮ কোটি এবং কর্নাটক প্রায় ৭ কোটি জনসংখ্যার রাজ্য। কিন্তু বাংলার জনসংখ্যা প্রায় ১০ কোটি। তাও এই রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ কম ভ্যাকসিন পেয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =