ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি পরামর্শ হোয়াইট হাউসের

ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি পরামর্শ হোয়াইট হাউসের

 
ওয়াশিংটন: ভারতের করোনা পরিস্থিতি এতটাই বিপজ্জনক জায়গায় পৌঁছেছে যে এবার আমেরিকার বিশেষজ্ঞরা তা দমন করতে পরামর্শ দিচ্ছেন৷ ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা পরামর্শদাতা ডাক্তার অ্যান্থনি ফাউকি। এই তিনটি ফর্মুলা মেনে চললে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই কমবে বলে দাবি করেছেন তিনি। সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে নাম রয়েছে তাঁর।

চিকিৎসক ফাউকির পরামর্শ, অবিলম্বে ভারতে লকডাউন ঘোষণা করা উচিত। বেশ কয়েক সপ্তাহ লকডাউন রাখতে হবে। লকডাউন চললেও, মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চালিয়ে যেতে হবে ব্যাপক হারে। আর তাঁর তিন নম্বর পরামর্শ, প্রচুর অস্থায়ী হাসপাতাল তৈরি করে রাখতে হবে। অস্থায়ী হাসপাতাল বানানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সেনার সাহায্য নেওয়ার কথা বলেছেন তিনি। করোনা নামক অতিমারির বিরুদ্ধে লড়ার জন্য এই অস্থায়ী হাসপাতাল বড়োসড়ো ভূমিকা নিতে পারে বলে দাবি করেছেন তিনি। যাতে সংক্রমণ হলেই মানুষকে হাসপাতালে ভর্তি করা যায়৷ তিনি আরও বলেছেন, গত বছর চিনে যখন পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছিল, তখন সেনাকে কাজে লাগিয়েই দ্রুত কয়েক হাজার অস্থায়ী হাসপাতাল তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল চিন সরকার।

এদিন তিনি বলেছেন, এই মুহূর্তে ভারতে হাসপাতালের অভাব রয়েছে। তাই অনেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ভারতের এই পরিস্থিতিতে অন্য দেশের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত বলেও উল্লেখ করেছেন তিনি। দেশের বেশিরভাগ মানুষকে টিকা দিলে তাহলেই এই সংক্রমণ রোধ করা সম্ভব বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসক। দেশজ টিকা অথবা রাশিয়া বা আমেরিকার ভ্যাকসিন দিতে হবে। যদিও টিকা দিলেই রাতারাতি যে সমস্যার সমাধান হবে না তাও বলেছেন ফাউকি। তবে কয়েক সপ্তাহ পর থেকেই সংক্রমণের হার নিম্নমুখী হবে বলে দাবি তাঁর। তিনি আরও জানিয়েছেন, কয়েক সপ্তাহ লকডাউন করলেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।  এমনটা আগেও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − five =