৫০তম প্রধান বিচারপতি কে? নাম জানা গেল

৫০তম প্রধান বিচারপতি কে? নাম জানা গেল

নয়াদিল্লি: এনভি রামানার পর দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন ইউ ইউ ললিত। এবার তিনি তাঁর উত্তরসূরি হিসেবে নতুন নাম সুপারিশ করেছেন। মঙ্গলবারই জানা গেল, দেশের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপচতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ইউ ইউ ললিতের। তারপর ডিওয়াই চন্দ্রচূড় এই দায়িত্ব নিতে চলেছেন।

আরও পড়ুন- পার্থর ফোনে মানিকের নম্বর সেভ ছিল ‘মানিক ভট্টাচার্য ল’ নামে! চার্জশিটে জানাল ইডি

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত চিঠি বিচারপতি চন্দ্রচূড়ের হাতে তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং নিজের প্রস্তাবের বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রককেও চিঠি লিখবেন তিনি। জেনে রাখা দরকার, ১৯৮৩ সাল থেকে আইনজীবী হিসেবে নিজের কাজ শুরু করেন ইউ ইউ ললিত। প্রায় দু’বছর বোম্বে হাইকোর্টে অনুশীলন সারার পর নয়াদিল্লি চলে আসেন তিনি এবং ২০০৪ সালের এপ্রিল মাস থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব সামলানো শুরু করেন। ২০১৪ সালে ললিতকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল।

এদিকে, ডিওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন। পরে তিনি বোম্বে হাইকোর্টেও নিযুক্ত হন। শেষে ২০১৬ সালে শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে উন্নীত হন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ পূর্ণ হবে ২০২৪ সালের ১০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =