২৩ আগস্ট সন্ধ্যাকেই কেন অবতরণের জন্য বাছা হল? কারণ বোঝাল ISRO

২৩ আগস্ট সন্ধ্যাকেই কেন অবতরণের জন্য বাছা হল? কারণ বোঝাল ISRO

নয়াদিল্লি: ইতিহাসের সাক্ষী থাকতে এখন উদগ্রীব হয়ে আছে আপামর ভারতবাসী। সব ঠিক থাকলে আজ সন্ধ্যেতেই চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩ ল্যান্ডার ‘বিক্রম’। এই অবতরণ সফল হলেই বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের এই স্থানে নামার কাজটা সেরে ফেলবে ভারত। জানা গিয়েছে, বেশ কয়েক ধাপে, ল্যান্ডারের গতি বারবার পরিবর্তন করে এই অবতরণ করানো হবে। কিন্তু এই ল্যান্ডিংয়ের জন্য বুধবার বিকেলকেই কেন বেছে নিল ইসরো? এর পিছনে আছে যথেষ্ট কারণ। 

বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ল্যান্ডারের চাঁদে অবতরণের কথা। কিন্তু কেন বিক্রমের অবতরণের জন্য বুধ সন্ধ্যাকেই বেছে নেওয়া হয়েছে সেটাও স্পষ্ট করা হয়েছে ইসরোর তরফে। আসলে ২৩ আগস্ট থেকে টানা ১৪ দিন চাঁদের দক্ষিণ মেরুতে দিন থাকবে। সূর্যের আলোর কারণে সবদিক পরিষ্কার দেখা যাবে। সেই কারণে ল্যান্ডিং যাতে সফল হয় এবং সৌরশক্তি ব্যবহার করে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান যাতে নিজেদের কাজ চালাতে পারে, সেই কারণেই এই দিন সন্তর্পণে বেছে নিয়েছে ইসরো। বিষয় হল, পৃথিবীর ২৮ দিনের হিসেবে চাঁদের এক মাস হয়। আর এক চন্দ্রামাসে টানা ১৪ দিন রাত আর ১৪ দিন দিন থাকে। তাই চন্দ্রযান যদি চাঁদের অন্ধকার সময়ে অবতরণ করে, তা হলে কাজ হবে না। 

ইসরো আরও জানিয়েছে, মূলত রাতের সময়ে চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা মাইনাস ২৩০ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। অত ঠান্ডায় কোনও ভাবেই চন্দ্রযানের কাজ করা সম্ভব হবে না। তাই দিনক্ষণ আগে থেকে হিসেব করে নির্ধারণ করেই ২৩ আগস্ট বেছে নেওয়া হয়েছে এই অবতরণের জন্য। আর এই অবতরণ সফল হবে বলেই ব্যাপক আশাবাদী ইসরো।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *