নয়াদিল্লি: রাস্তা-ঘাটে বেরিয়ে হেনস্থা হওয়ার ঘটনা আকছাড়৷ ঘর থেকে বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে যেন পিছু নেয় বিপদ৷ অজান্তেই নানা সমস্যার মুখোমুখি হতে হয় নারীদের৷ কখনও ইভটিজিংয়ের শিকার হতে হয়, কখনও আবার যৌন হেনস্থা সইতে হয়৷ গোটা বিশ্বজুড়েই মহিলাদের নিরাপত্তা সব সময়েই একটা বড় প্রশ্ন।
এমন সমস্যার সম্মুখীন হতে হলে কী ভাবে নিজেদের বাঁচাবেন? এর জন্য মেএদের ছোট থেকেই নানা ঝরনের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন বাবা-মায়েরা অনেকে আবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিখে নেন প্রতিরোধের আটঘাট৷ সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নির্জন একটি রাস্তায় দিয়ে যাওয়ার সময় এক মহিলাকে ঘিরে ধরে ছ’জন। তাঁকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করে ওই ছোঁড়ার দল। কিন্তু চেষ্টাই সার৷ তাদের উচিত শিক্ষা দিলেন ওই মহিলা।
ওই মহিলাকে চারদিক থেকে ঘিরে ধরে হেনস্তা করতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তিনি। মার্শাল আর্ট জানা ওই মহিলা একাই ছয়জনের উপর ভারী পড়েন৷ ছ’জনকে রীতিমতো ঘুসি-লাথি মেরে একেবারে কাবু করে ফেলেন। ‘দ্যফিজেন’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেয়েদের সঙ্গে পাঙ্গা নেবেন না।’ ওই মহিলার অ্যাকশন চিত্রনাট্যকেও বার মানাবে৷ ৷ দেখুন সেই ভিডিয়ো৷
Don’t mess with the girl! Hiyaaaaaaaaaaaaaa! 💪💪pic.twitter.com/xZt3rhpiuq
— Figen (@TheFigen) June 11, 2022
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>