কলকাতা: ওরা পথ শিশু৷ ধুলোমাখা গায়ে ভিক্ষে করে দিন চলে ওদের৷ কেউ দু-পাঁচ টাকা ভিক্ষে দেন, কেউ আবার মুখ ফিরিয়ে চলে যান৷ কিন্তু কেউ বুকে টেনে নেন না ওদের৷ সকলের চোখের ওরা অবহেলার পাত্র৷ কিন্তু রাস্তায় জন্ম নেওয়াটা কোনও অপরাধ নয়৷ আর ওরা কোনও আবহেলার পাত্রও নয়৷ ভাগ্যের ফেরে ওরা ফুটপাটবাসী৷ এই কথাটাই যেন বুঝিয়ে দিয়ে গেলেন তিনি৷ এক পথশিশুকে বাইক আরোহী মহিলার আদরের ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়৷
আরও পড়ুন- চায়ের চুমুকে লাজুক প্রেম! আফজল-সাবিনার প্রেমকাহিনি মন ছুঁয়েছে নেটিজেনদের
ইমরুল কৌসর ইমন ট্রাভেল ব্লগ’স নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে৷ যেখানে দেখা যায়, সিগন্যালে আটকা রয়েছে অনেকগুলি গাড়ি। এরই মধ্যে রয়েছেন একটি বাইকের পিছনে সওয়ারী এক মহিলা। গাড়ি থামতেই একটি পথশিশু খালি গায়ে ওই মহিলার কাছে ভিক্ষা চাইতে ছুটে আসে। শিশুটিকে দেখেই ওই মহিলা পরম আদরে তাকে কাছে টেনে নেন। তারপর তার গাল ধরে ধরে আদর করেন৷ এর পরেই তার মুখটা হাত দিয়ে পরিস্কার করতে থাকেন। মনে হয় ওই পথশিশুর চোখে কিছু লেগে ছিল। তিনি এতটাই আন্তরিকতার সঙ্গে স্নেহের সঙ্গে ওই পথশিশুটিকে আদর করেন, যা দেখে সকলের মন ভিজে গিয়েছে৷ তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই মহিলার ভিডিয়ো৷
তবে পিছন থেকে ভিডিয়োটি করায় ওই মহিলার মুখ দেখা যায়নি৷ ওই ভিডিয়োটিতে দেখা যায় যাওয়ার সময় শিশুটিকে কিছু অর্থ সাহায্যও দেন তিনি৷ তাঁর এই স্নেহ সকলের মন ছুঁয়ে গিয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>