কেন্দ্রের আশ্বাস মিলেছে, ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত কুস্তিগিরদের

কেন্দ্রের আশ্বাস মিলেছে, ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত কুস্তিগিরদের

নয়াদিল্লি: কুস্তি ফেডারেশনের কর্তা তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন চালাচ্ছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। এতদিনেও সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ ছিল। কিন্তু বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে তাঁর বাড়িতে বৈঠক করতে যান সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। জানা গিয়েছে, ৫ ঘণ্টা ধরে এই বৈঠক চলে তাদের। কিন্তু ফয়সালা কিছু হল কি? 

কয়েক দিন আগেই দিল্লি পুলিশ দাবি করেছিল যে, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই তাঁকে গ্রেফতার করাও সম্ভব নয়। এরপরেই দু’টি এফআইআর এবং তাতে মোট ১০টি নিগ্রহের ঘটনার উল্লেখ করেন কুস্তিগিররা। দাবি করা হয়, বাড়তি সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের নিগ্রহ করেছেন ব্রিজভূষণ। মেয়েদের শরীর অস্বস্তিকর ভাবে ছুঁয়েছেন। স্তন থেকে শুরু করে মহিলা কুস্তিগিরদের পেটে যৌন হেনস্থার উদ্দেশে ছুঁয়েছেন বলেও উল্লেখ করা রয়েছে এফআইআরে। কিন্তু এর পরেও কোনও পদক্ষেপ হচ্ছিল না। অবশেষে এদিনের বৈঠক শেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কুস্তিগিরদের আশ্বাস দিয়েছেন, আগামী ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ হবে।