নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা নির্বাচনে বিজেপি দু’শোর বেশি আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, এমন প্রচার বারবার করেছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে সেঞ্চুরির ধারে কাছেও পৌঁছতে পারেননি তাঁরা। এরপর বিজেপি ক্রমশ ভেঙেছে। দলের নেতা, বিধায়ক, সাংসদদের অনেকেই তৃণমূলে যোগদান করেছেন। সেই সঙ্গে রাজ্য বিজেপির গোষ্ঠীকোন্দল তো রয়েছেই। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ে সাধন করেই এগোতে চায় বঙ্গ বিজেপি। চলতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বস্তুত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে একটু বেশিই মাথা ঘামাতে দেখা যাচ্ছে।
বিধানসভা নির্বাচনের পর দলে যে ড্যামেজ হয়েছে, তা পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে পুনরুদ্ধার করতে মরিয়া রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। তাই পঞ্চায়েত ভোটে প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থী দেওয়া এবং বুথ কমিটি গঠন করার জন্য এখন থেকেই সক্রিয় হয়েছে বঙ্গ বিজেপি। তৈরি হচ্ছে নির্বাচনী খসড়া প্রস্তাবনাও। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপির ‘সংকল্পপত্রে’ থাকছে একগুচ্ছ প্রতিশ্রুতি। এই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের রণকৌশল চূড়ান্ত করতে চলতি মাসের মাঝামাঝি শাহ-নাড্ডার সঙ্গে বৈঠক করতে চলেছেন সুকান্ত। সাধারণত কোনও রাজ্যের পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ততটা মাথা ঘামাতে দেখা যায় না। তবে তার মধ্যে কিছু ব্যতিক্রমও দেখা যায়। যেমন বছর দু’য়েক আগে হায়দরাবাদের পুরভোট উপলক্ষে সেখানে গিয়ে ঘাঁটি গেড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ফল হাতেনাতে পায় বিজেপি। রাতারাতি তাদের জেতা ওয়ার্ড সংখ্যা আগের বারের চেয়ে বহু গুণে বেড়ে গিয়েছিল। আগের বার যেখানে তারা মাত্র চারটি ওয়ার্ডে জয় পেয়েছিল, সেখানে শাহের নেতৃত্বে সেই পুরসভা নির্বাচনে বিজেপির জেতা ওয়ার্ড সংখ্যা ৪০ পেরিয়ে যায়। তবে কি বঙ্গের পঞ্চায়েত নির্বাচনেও শাহ ম্যাজিক দেখার অপেক্ষা করছে বিজেপি? এই জল্পনা এখন থেকেই শুরু হয়েছে।
সাধারণত পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বাড়তি সুবিধা পেয়ে থাকে। কিন্তু বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকার যেভাবে অস্বস্তির মধ্যে পড়েছে, সেখান থেকে পঞ্চায়েত নির্বাচনে ভাল কিছু করে দেখানোর স্বপ্ন দেখছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর সেই জায়গা থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ চায় রাজ্য বিজেপি।
বিজেপি সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে রাজ্যে দলের ফল খারাপ হলেও যে সমস্ত বিধানসভা কেন্দ্রে দল জিতেছিল সেখানকার পঞ্চায়েতগুলিতে বেশি নজর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার একাংশকে পাখির চোখ করছে বিজেপি। বিজেপি মনে করছে এককভাবে কোনও জেলা পরিষদ দখল করতে না পারলেও যদি তৃণমূলকে তুল্যমূল্য লড়াই দেওয়া যায়, সেটাই লোকসভার আগে তাদের বাড়তি অক্সিজেন দেবে। এই অবস্থায় শাহ-নাড্ডা রাজ্য বিজেপি নেতৃত্বকে কি পরামর্শ দেন, কোন পথ বাতলে দেন সেটাই দেখার।