নিজস্ব প্রতিনিধি: মহা ধুমধামের সঙ্গে উদ্বোধন হয়ে গেল ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের। সেই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হয়ে ওঠে চাঁদের হাট। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশাপাশি টলিউডের কয়েকজনকে বাদ দিলে প্রায় সকলেই উপস্থিত ছিলেন নেতাজি ইন্ডোরের মঞ্চে। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মিঠুন চক্রবর্তী। টুইট করে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে টুইটে লিখেছেন, ”কলকাতা চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তী ছাড়া অসম্পূর্ণ। ভিনরাজ্য থেকে সুপারস্টাররা আমন্ত্রণ পাচ্ছেন। আর নিজের রাজ্যের সুপারস্টার উপেক্ষিত? শিল্পকে অন্তত রাজনীতির বাইরে রাখুন।”
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে তৃণমূল সরকার আসার পর ১১ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে তারা বামেদের অনুসরণ করে চলেছে। বলা ভাল সেই ট্র্যাডিশন সমানে চলেছে। কারণ বাম আমলেও দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বিরোধীদের সেভাবে আমন্ত্রণ জানানো হতো না। এমনকী মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বামেদের সমর্থক ছিলেন না বলে মৃত্যুর পরেও প্রাপ্য সম্মান তাঁকে দেখানো হয়নি বলে অভিযোগ ওঠে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর বারবার দাবি করেছে ‘বদলা নয়, বদল চাই’। তবে, সত্যিই কি সেই স্লোগান বাস্তাবের মুখ দেখেছে? এই নিয়ে শাসক-বিরোধী শিবিরে রয়েছে নানান দাবি৷
মিঠুন চক্রবর্তী একটা সময় তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূলে তাঁর মোহভঙ্গ হয়। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপরই মিঠুনের বিরুদ্ধে মাঠে নেমে পড়েন তৃণমূলের নেতা-নেত্রীরা। সেই নির্বাচনের প্রচারে মিঠুন নিজের সিনেমার সংলাপ সভাগুলিতে বলায় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছিল। এছাড়া বিগত বেশ কিছুদিন ধরেই মিঠুন
দাবি করে আসছেন তাঁর সঙ্গে নাকি তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক যোগাযোগ রেখে চলেছেন। যে বিষয়টি নিয়ে একাধিকবার কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তারকা প্রচারক হিসেবে মিঠুন যে জেলায় জেলায় চষে বেড়াবেন, সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কি সেই কারণেই মিঠুনকে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি রাজ্য সরকার? এই প্রশ্নই তুলেছেন সুকান্ত।
তবে শুধু মিঠুন নন, টলিউডের বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা তৃণমূলের সমর্থক নন বলেই পরিচিত। তাঁদেরও কিন্তু উদ্বোধনী মঞ্চে দেখা যায়নি। তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, অপর্ণা সেন, বিপ্লব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, তালিকা আরও লম্বা। তাই প্রশ্ন, রাজনৈতিক আদর্শে মতভেদ থাকলেও শিল্প সংস্কৃতির মঞ্চে কেন সকলকে ডাকা হবে না? সেখানে কি ‘আমরা ওরা’ বিষয়টি শোভা পায়? এই প্রশ্ন ফের একবার তুলে দিল কলকাতা ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠান।
