নিজস্ব প্রতিনিধি: তবে কি যত কাণ্ড ডিসেম্বরে? এতদিন বিজেপি বলেছে, এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল ডিসেম্বরের কথা। প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে নিশানা করে অভিষেক বলেছেন, তৃণমূল যদি চায় তবে ডিসেম্বরে বিজেপির ৩০ জন বিধায়কও থাকবে না। যদিও সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে দল ভাঙানোর খেলায় তৃণমূল বিশ্বাস করে না। এভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক।
বিগত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ডিসেম্বর মাস। ডিসেম্বরে হয় তৃণমূল সরকার পড়ে যাবে, নয়ত এমন কিছু ঘটবে যাতে চরম অস্বস্তির মধ্যে পড়বে রাজ্য প্রশাসন, বিজেপি নেতাদের কথাবার্তায় এমন একটা আবহ তৈরি হয়েছে। আর এটা অস্বীকার করার উপায় নেই যে তৃণমূল কিছুটা হলেও তা নিয়ে ভীত হয়ে পড়েছে। এই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই নদিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণভাবে বলতে শোনা গিয়েছে, ডিসেম্বরে বাংলায় অশান্তি হতে পারে। সেই সূত্রে রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। বিশেষ করে সীমান্ত এলাকায় নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেদিন প্রশাসনিক বৈঠক চলার সময় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। নদিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চান তাঁর কাছে। সেইসঙ্গে নাম না করে বিজেপিকে নিশানা করে তাঁকে বলতে শোনা যায়, ডিসেম্বর থেকে ধামাকা হবে! সেই সঙ্গে পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ভিআইপি গাড়িতে করে যাতে রাজ্যে অস্ত্র না ঢোকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্যে বাড়াতে হবে নাকা চেকিং।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বারবার ডিসেম্বর মাসের কথা কেন উঠে আসছে? সত্যিই কি বছরের শেষ মাসে কিছু ঘটতে পারে? যেভাবে বিজেপি নেতারা একথা বলে চলেছেন তাতে কিছু একটা ঘটবে এমনটা অনেকেই মনে করছেন। আর সেই চর্চার মধ্যেই বিষয়টিকে নতুন করে উস্কে দিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিক ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উল্টোদিকে অভিষেকের উদ্দেশে শুভেন্দুর বাক্যবাণ অব্যাহত। রাজ্য রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপট বলছে শুভেন্দু- অভিষেকের রাজনৈতিক লড়াই এখন প্রধান আলোচিত বিষয় হয়ে উঠেছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। তৃণমূল সূত্রে খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুভেন্দুর খাসতালুক কাঁথিতে গিয়ে সভা করতে পারেন অভিষেক। সব মিলিয়ে এই দুই নেতার তরজা গত কয়েক মাসের মধ্যে এমন পর্যায়ে গিয়েছে যা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কথা তুলে ধরে বিজেপিকে যেভাবে হুঁশিয়ারি দিলেন তাতে বছরের শেষ মাসে রাজ্য রাজনীতিতে বড় চমক দেখা যায় কিনা এখন তারই অপেক্ষা। ফাইল ছবি