সেনার প্রশিক্ষণ নিয়ে কর্পোরেট সেক্টরে চাকরির সুযোগ! আগামীর অগ্নিবীরদের বড় আশ্বাস!

অগ্নিপথ প্রকল্পে বিক্ষোভের দাবানলকে প্রশমিত করতে আসরে নামল দেশের কর্পোরেট সংস্থাগুলির একাংশ৷ মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার দেখানো পথেই ভবিষ্যতে অগ্নিবীরদের চাকরি দেওয়ার আশ্বাস আরপিজি গ্রুপ, বাইকন লিমিটেড, অ্যাপলো হসলপিটাল গ্রুপের৷ অগ্নিপথ ইস্যুতে কর্পোরেট সেক্টরের এই পদক্ষেপ ব্যতিক্রমী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কর্পোরেট সেক্টরের আশ্বাসে কাজ হবে কি? সেও এখন সময়ের অপেক্ষা৷

 

নয়াদিল্লি: অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এই আবহে প্রতিবাদী যুব সম্প্রদায়ের বিক্ষোভের আগুনকে প্রশমিত করতে আসরে নামল দেশের কর্পোরেট সেক্টরের একাংশ। মাহিন্দ্রা গ্রুপ, আরপিজি গ্রুপ, বাইকন লিমিটেড, অ্যাপলো হসপিটাল গ্রুপের শীর্ষকর্তারা জানিয়েছেন, অগ্নিবীরদের চার বছরের চাকরির মেয়াদ ফুরোলে কর্পোরেট সেক্টরে তাঁদের চাকরির দরজা খোলা থাকবে। এখন দেখার এই আশ্বাসে কাজ হয় কতদূর পর্যন্ত।

অগ্নিপথ প্রকল্প ঘিরে ভারতের নানা রাজ্যে তুমুল প্রতিবাদে সামিল যুব সম্প্রদায়। সেনাবাহিনীতে কাজ করতে আগ্রহীরা বিক্ষোভে সামিল মূলত চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে। এই পরিস্থিতিতে আসরে নামল দেশের কর্পোরেট সেক্টরের একাংশ। এব্যাপারে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। আনন্দ মাহিন্দ্রা টুইট করে আশ্বস্ত করেছেন, চার বছরের চুক্তির মেয়াদ শেষে সেনাবাহিনী থেকে বেরিয়ে আসা অগ্নিবীরদের চাকরির সুযোগ দেবে মাহিন্দ্রা গ্রুপ। দেশের কর্পোরেট সেক্টরগুলির মধ্যে মাহিন্দ্রা গ্রুপ সর্বপ্রথম একথা ঘোষণা করার পরে অন্য কয়েকটি কর্পোরেট সংস্থার তরফে বিবৃতি দিয়ে একই কথা জানানো হয়েছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে আরপিজি গ্রুপ, বাইকন লিমিটেড, অ্যাপলো হসপিটাল গ্রুপ, টিভি মোটর্সের মতো সংস্থা।

অগ্নিপথ প্রকল্পে প্রথম নিয়োগ শুরু হচ্ছে ভারতীয় বায়ুসেনায়। ২৪ জুন থেকে বায়ুসেনায় নিয়োগ আরম্ভ। এর আগে অগ্নিপথ নিয়ে প্রতিবাদ ভারত বনধ পর্যন্ত গড়িয়েছে। এরপরই অগ্নিবীর হিসেবে যাঁরা সেনাবাহিনীতে কাজ করবেন চার বছরের মেয়াদ ফুরোলে তাঁদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হবে না বলে আশ্বাস দিচ্ছে দেশের প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলি। এই আশ্বাসে প্রতিবাদের আগুন নিভবে কিনা সেও এখন সময়ের অপেক্ষা।

অগ্নিবীরদের মাহিন্দ্রা গ্রুপে চাকরির আশ্বাস দিয়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান যে টুইটটি করেছেন তাতে উল্লেখ করেছেন, অগ্নিপথের বিরোধিতা হিংসাত্মক চেহারা নেওয়ায় তিনি ব্যথিত। এরপরই একাধিক কর্পোরেট সেক্টর আনন্দ মাহিন্দ্রার দেখানো পথে সেনাতে চুক্তির মেয়াদ  ফুরোলে অগ্নিবীরদের জন্যে কর্পোরেট সেক্টরের দরজা খোলা থাকবে বলে আশ্বস্ত করেছে। গত ১৪ জুন কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পটি ঘোষণা করে। এরপর থেকেই দাবানলের মতো দেশজুড়ে ছড়িয়েছে বিক্ষোভ। ইতিমধ্যেই রেল-সহ সরকারি সম্পত্তির ব্যাপক আন্দোলনের জেরে।

এই পরিস্থিতিতে অগ্নিবীরদের পাশে আছি বলে দেশের প্রথম সারির একাধিক কর্পোরেট সেক্টরের একাংশ যে আশ্বাস দিয়েছে, তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে শিল্পপতিদের এই আশ্বাসে কাজে্র কাজ কিছু হবে কিনা সেও এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =