Adhir Chowdhury joining BJP?
অধীর চৌধুরী কি এবার বিজেপিতে যাচ্ছেন? বিষয়টি নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সারা জীবন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রিক রাজনীতি করে এসেছেন অধীর চৌধুরী। সকলেই জানেন মুর্শিদাবাদ গোটা দেশের মধ্যে অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা। তাই অধীর যদি আগামী দিনে বিজেপিতে যান তাহলে নিঃসন্দেহে সমস্যায় পড়তে হবে তাঁকে। কিন্তু এটা শুধু অধীর নয়, তা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে অধীর বিজেপিতে গেলে অন্য একটি সমস্যায় পড়তে পারেন। (Adhir Chowdhury joining BJP?)
Adhir Chowdhury’s challenges in BJP
মূল কথাটা হল বিজেপিতে গেলে অধীর সম্ভবত একটি কারণেই নিজেকে মানিয়ে নিতে সমস্যায় পড়বেন। তা হল শুভেন্দু অধিকারী ফ্যাক্টর। এই মুহূর্তে রাজ্য বিজেপি কার্যত পুরোপুরি শুভেন্দু-ময়। কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে না বললেও শুভেন্দুই কার্যত পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছেন বিগত এক বছর ধরেই। রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার থাকলেও শুভেন্দুর নেতৃত্বেই বিজেপির সবচেয়ে বেশি কর্মসূচি হতে দেখা যায়। তাই এটা আর বলার অপেক্ষা রাখে না যে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধীর যদি শেষ পর্যন্ত বিজেপিতে যান, তাহলে তাঁকে রাজনীতি করতে হবে শুভেন্দু অধিকারীর ‘আন্ডারে’।
Adhir Chowdhury BJP
পরপর পাঁচবার সাংসদ হয়েছেন অধীর। কেন্দ্রে রেল প্রতিমন্ত্রী হয়েছেন। গত পাঁচ বছর লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন। বেশ কয়েক বছর প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাই বঙ্গ রাজনীতিতে তুলনায় ‘জুনিয়র’ শুভেন্দুর ‘লিডারশিপে’ অধীর কতটা বিজেপি রাজনীতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই। শুধু তাই নয়, বর্তমানে রাজ্য বিজেপিতে শুভেন্দু বিরোধীদের অভিযোগ তিনি তাঁর অপছন্দের নেতাদের কোনও ‘স্পেস’ দিতে চান না।
Suvendu Adhikari leadership
এমনকী নাম না করে তাঁদের তীব্র কটাক্ষ পর্যন্ত করে থাকেন। রাজ্য বিজেপিতে তিনিই সবচেয়ে বড় নেতা, শুভেন্দু এমনটাই মনে করেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। শুভেন্দুর বিরোধী শিবিরের অভিযোগ তিনি অত্যন্ত দাম্ভিক প্রকৃতির নেতা। যাঁর সঙ্গে মানাতে পারেন না তাঁকে সরাসরি বা নাম না করে যা খুশি বলে দেন। তাই অধীর চৌধুরীকে নিয়ে যে জল্পনা চলছে সেটা যদি সত্যি হয়, অর্থাৎ তিনি যদি শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করেন, তাহলে তিনি এই সমস্ত কিছুর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই।
West Bengal BJP dynamics
নিঃসন্দেহে এই বিষয়গুলি ভাবাচ্ছে সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তাই যে সিদ্ধান্তই তিনি নেবেন সেটা অবশ্যই ভাবনাচিন্তা করে নিতে হবে তাঁকে। নাহলে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য রাজনীতিতে আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তিনি।
আরও পড়ুন-
সঙ্কটে গেরুয়া জোট, মহারাষ্ট্রে একলা চলোর ডাক বিজেপি সাংসদের!
পদ্মে যোগ দিয়ে রাজ্যসভায় অধীর? গেরুয়া আমন্ত্রণে ত্রিপুরাবাসী হবেন
ঘুষ নেওয়ার অভিযোগে এক সঙ্গে বহু পুলিশকর্মীকে সাসপেন্ড!
অধীর থাকায় লড়াই লড়াই গন্ধ ছিল, নয়া প্রদেশ সভাপতি চাঙ্গা করতে পারবেন দলকে?
শুধু ঠাকুরবাড়ি থেকেই ৭ জন হয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়ক!
‘পরিবর্তন হবে হিন্দুত্ববাদেই’, ফের নিজের সিদ্ধান্তে অনড় শুভেন্দু!
রাজনীতিতে বহু অঘটনের সাক্ষী বাংলা, কিন্তু মমতা-অধীরের ‘সন্ধি’ কী কোনও দিন হবে?
সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট, তাই ‘অগ্নিবীর’ নিয়ে এতটা টেনশনে বিজেপি?
পুর নিয়োগ কাণ্ড, দোষীরা শাস্তি পেলেও যোগ্যরা চাকরি ফিরে পাবেন তো?
‘রাহুলকে হিংসা করেই নাটক মমতার’, তোপ অধীরের, চেনা মেজাজেই সভাপতি
‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের
Politics: Adhir Chowdhury faces speculation about joining BJP. The shift might bring challenges, especially adapting under Suvendu Adhikari’s leadership. The internal dynamics of West Bengal BJP could pose significant hurdles for the former Congress leader.