কলকাতা: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের ভাঙন তৃণমূলে। আজ মঙ্গলবার কলকাতায় ভাটপাড়া পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলার যোগ দিলেন বিজেপিতে। এর ফলে ওই পুরসভায় বিজেপি কাউন্সিলারের সংখ্যা দাঁড়াল ২৩ জন। আজ এ প্রসঙ্গে বিজেপি নব নির্বাচিত সংসদ সদস্য অর্জুন সিং জানান, এবার বিজেপি পুরবোর্ড গঠন করবে।
