পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা? সাড়া দেবে বাংলার জনতা?

কলকাতা: উৎসবের মরসুমে শাসক বিরোধী নির্বিশেষে কেউই রাজনৈতিক কর্মসূচি রাখে না। কিন্তু আরজিকর কাণ্ডের জেরে সবটাই রাতারাতি বদলে গিয়েছে। পুজোর ঠিক এক মাস বাকি। কিন্তু…

BJP Durga Puja Campaign. BJP Puja Signature Campaign, BJP collects signatures for CM resignation

কলকাতা: উৎসবের মরসুমে শাসক বিরোধী নির্বিশেষে কেউই রাজনৈতিক কর্মসূচি রাখে না। কিন্তু আরজিকর কাণ্ডের জেরে সবটাই রাতারাতি বদলে গিয়েছে। পুজোর ঠিক এক মাস বাকি। কিন্তু নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনে কোনও ভাটা পড়ছে না। উল্টে দিন দিন তা আরও তীব্র আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতাকর্মীদের বিশেষ দায়িত্ব দিলেন। (BJP Durga Puja Campaign, BJP collects signatures for CM resignation)

পুজোর দিনগুলিতে কী করতে বললেন শুভেন্দু?

সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, পুজো মণ্ডপের বাইরে বিজেপি নেতাকর্মীরা থাকবেন। তাঁদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা। যা নিঃসন্দেহে ব্যতিক্রমী বলে মনে করছে রাজনৈতিক মহল। এভাবেই শাসক দলকে আরও অস্বস্তিতে ফেলতে চাইছেন শুভেন্দু।

দলীয় নেতাকর্মীদের নির্দেশ শুভেন্দুর

তবে এখানেই শেষ নয়। শুভেন্দু দলীয় নেতাকর্মীদের আরও কিছু তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
আরজি কর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে রোজ প্রতিবাদ আন্দোলন সংঘটিত হচ্ছে। কিন্তু তৃণমূলের এক শ্রেণির নেতাকর্মীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই সূত্রে এদিন শুভেন্দু বলেন,

“ওই সব মন্তব্য নারী বিরোধী। আর তা পশ্চিমবঙ্গের মানুষকে ভুলতে দেওয়া চলবে না। পুজোর সময় ওই সমস্ত মন্তব্যের রেকর্ডিং বাজবে।”

সম্প্রতি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একটি বিতর্ক সভায় বলেছেন,

“ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। কিন্তু কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে, উৎকোচ নিয়ে পাশ করানো হবে, কিংবা কেউ মুখ খোলার সাহস দেখালে যে তাঁর থিসিস আটকে দেওয়া হবে, এমনটা আমি ভাবতে পারিনি।”

এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের পর কাকলি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। অন্যদিকে উদয়ন গুহকে বলতে শোনা গিয়েছিল,

“যাঁরা মনে করছেন যে কিছু ছাত্র-ছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিমবঙ্গের নবান্ন দখল করবেন, তাঁরা জেনে রাখুন তাঁদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে। দিনের আলো আপনারা দেখতে পাবেন না। দিনের আলো আপনাদের জন্য থাকবে না।”

এই ধরনের মন্তব্যের রেকর্ডিং পুজোর দিনগুলিতে বাজানোর ডাক দিয়ে তৃণমূলকে কড়া জবাব দিতে চান শুভেন্দু।

 পুজোর দিনগুলিতে অভিন কর্মসূচি

শুভেন্দু পুজোর দিনগুলিতে যে কর্মসূচির ডাক দিয়েছে তাতে যথেষ্ট অভিনবত্ব আছে বলে রাজনৈতিক মহল মনে করে। এমনটা অতীতে দেখা যায়নি। তবে সাধারণ মানুষ বিজেপির এই কর্মসূচিতে কতটা সাড়া দেবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ মণ্ডপে প্রতিমা দর্শনে বেরিয়ে সাধারণ মানুষের রাজনৈতিক আগ্রহ কতটা থাকবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

পুজোর দিনগুলিতেও প্রতিবাদ বজায় থাকবে?

যদিও বিজেপি মনে করছে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে পুজোর দিনগুলিতেও তা বজায় থাকবে। তাই মানুষ বিজেপির এই কর্মসূচিতে সাড়া দেবেন বলে আশাবাদী বিজেপি।

 

আরও পড়ুন-

রিজওয়ানুরের পর আরজিকর কাণ্ড, ফের কলকাতা পুলিশের ভূমিকায় প্রশ্ন

কোন অঙ্কে সুখেন্দু শেখরের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া কঠিন তৃণমূলের কাছে?

আরজি কর-কাণ্ড: ‘বেসুরো’ শাসক ঘনিষ্ঠ কবি সুবোধ! বিলম্বিত সু-বোধ?

হঠাৎই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা না দেওয়ার সিদ্ধান্ত কেন নিল নবান্ন?

বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের?

আরজি কর আবহের মধ্যে কোন তথ্য অস্বস্তি বাড়াল তৃণমূলের?

চেন সিস্টেমে এবার উঠে আসবে পরপর নাম?

লালবাজারের নতুন নির্দেশিকায় বিতর্ক, উঠছে কোন কোন প্রশ্ন?

আরজি কর আবহে অভিষেককে চিঠি দিয়ে দল ছাড়লেন তৃণমূল নেতা!

আর কতবার আদালতে মুখ পুড়বে রাজ্যের? 

Politics: During Durga Puja, BJP plans to collect signatures demanding CM’s resignation over the Arjikar case. With Suvendu Adhikari leading the charge, will the public respond to BJP’s political activities at Puja pandals? A new twist in West Bengal politics. BJP Puja Signature Campaign, BJP collects signatures for CM resignation. BJP Durga Puja Campaign.