বিজেপিকে ভাবিয়ে তুলেছে অযোধ্যা (BJP Hindutva politics)
লোকসভা নির্বাচনে একার জোরে ম্যাজিক ফিগার ২৭২ ছুঁতে পারেনি বিজেপি। শরিকদের উপর নির্ভর করে তৃতীয়বার সরকার গড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু বিজেপিকে সবচাইতে বেশি ভাবিয়ে তুলেছে অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদ কেন্দ্রে দলের পরাজয়।
রাতের ঘুম উড়েছে বিজেপির (Faizabad election result)
এখানে গত দু’বারের জেতা বিজেপি প্রার্থী লাল্লু সিংকে হারিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অওধেশ প্রসাদ। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে বিজেপির। কিন্তু কেন এই কেন্দ্রের হার এতটা ভাবাচ্ছে বিজেপিকে? আসলে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর সেই হাওয়ায় বিরোধীরা ভেসে যাবে বলে বিজেপি নিশ্চিত ছিল। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি।
বিফলে বিজেপির হিন্দুত্ববাদের প্রচার?
প্রথম দু’দফা নির্বাচনের পর পুরোপুরি ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি সর্বস্তরের নেতৃত্ব, এমনটাই অভিযোগ বিরোধীদের। সেখানে রাম মন্দির যে লোকসভার অন্তর্গত সেখানেই কিনা হেরে গেল বিজেপি! তবে কী আগামী দিনে হিন্দুত্ববাদের প্রচারকে সামনে রেখে আর ভোটে বাজিমাত করা যাবে না?
উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি (Uttar Pradesh elections)
ঘটনা হল সাধারণ খেটে খাওয়া মানুষ আগে দৈনন্দিন রুটিরুজির কথা ভাবেন। তারপর তাঁর মনে আসে ধর্মের কথা। তাই শুধু ধর্ম ধর্ম করলে যে পেট ভরবে না, এটা আজ বুঝে গিয়েছেন সাধারণ মানুষের বড় অংশ। সেই অংশের মানুষের একাংশ যারা এতদিন বিজেপিকে ভোট দিয়ে আসছিলেন তাঁরা এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। আর তাতেই উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি হয়েছে।
অযোধ্যায় হার মেনে নিতে পারছে না বিজেপি (Narendra Modi, Amit Shah)
এই পরিস্থিতিতে শুধুমাত্র ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে কেন পরাজয় হয়েছে তা নিয়ে শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন উত্তরপ্রদেশ বিজেপি নেতৃত্ব। সেখানে একাধিক ইস্যুতে নেতাদের মধ্যে মতবিরোধ হয় বলে খবর। যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে প্রচার করেছেন, সেখানেই কিনা হারতে হয়েছে তাঁদের! এটা কিছুতেই মেনে নিতে পারছে না বিজেপি।
হিন্দুত্বের প্রচার কাজে এল না? (Hindutva politics)
কারণ একটাই, ফৈজাবাদের পরাজয় যদি কোনও সংকেত হয় তাহলে আগামী দিনে হিন্দুত্বের প্রচার কোথাও কাজে আসবে না। সেক্ষেত্রে বিজেপি কত দিন দেশজুড়ে তাদের দাপট বজায় রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। শুধুমাত্র সেই জন্যেই ফৈজাবাদ লোকসভায় হার নিয়ে এতটা উতলা হয়ে পড়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন-
শীঘ্রই নির্বাচন, মিলবে পূর্ণ রাজ্যের মর্যাদা! কাশ্মীরে বড় ঘোষণা মোদীর
রাজনীতির ময়দানে হঠাৎ ‘ভ্যানিশ’ নওশাদ! ফের কী প্রাসঙ্গিক হবেন?
অধীর হারতেই প্রদেশ নেতৃত্বকে ‘উপেক্ষা’ করে নবান্নে চিদম্বরম!
Politics: The BJP’s loss in the Faizabad Lok Sabha constituency has raised concerns about the party’s reliance on Hindutva politics.