Buddhadeb Bhattacharya CPM Revival
বহু দিন বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন শারীরিক অসুস্থতার কারণে। তবু সিপিএমের প্রত্যেকটি ব্রিগেড সমাবেশ বা রাজ্যে নির্বাচনের আগে বুদ্ধবাবুর বার্তা উৎসাহিত করত সিপিএমকে। কিন্তু এখন সেটুকুও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্য আবেগকে সামনে রেখে আগামী দিনে কী সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে? প্রত্যাশিতভাবেই এই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। (Buddhadeb Bhattacharya CPM Revival)
Buddhadeb Bhattacharya’s legacy and CPM’s revival in West Bengal politics
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক কথায় বলা যায় রাজ্য রাজনীতিতে নক্ষত্রপতন। ঘটনায় শোকস্তব্ধ পশ্চিমবঙ্গ। সর্বস্তরের রাজনীতিক-সহ সাধারণ মানুষ, ক্রীড়া জগৎ, শিল্প মহল, সঙ্গীতজগতের পাশাপাশি সব মহল বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুকে শোক প্রকাশ করেছে। বৃহস্পতিবারের ঘটনা প্রবাহ এবং রাজ্যের পালস বলছে সাধারণ মানুষের মুখে বারবার বুদ্ধদেব ভট্টাচার্যের সততার কথা ঘুরে ফিরে আসছে। আর সেটাই আগামী দিনে তুলে ধরে নিশ্চিত ভাবে ঝাঁপাতে চাইবে সিপিএম।
CPM political strategy
একের পর এক নির্বাচন হচ্ছে, আর সিপিএম তথা বামেরা রাজ্যে শূন্য হয়ে যাচ্ছে। প্রতিবারই সিপিএম কর্মী সমর্থকদের মনে আশা থাকে এবার হয়ত তাঁরা ঘুরে দাঁড়াবেন। কিন্তু কোথায় কি! নির্বাচনী ফলাফল দেখিয়ে দেয় বামেরা শূন্য থেকে ক্রমশ মহাশূন্যের দিকে যাচ্ছে। ঠিক তখনই সিপিএমের শেষ সেনাপতির প্রয়াণ ঘটল। এখন দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা বলতে রইলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের সততার কথা বলে, তিনি যেভাবে শিল্পের জন্য চেষ্টা করেছিলেন সেই কথা তুলে ধরে, সিপিএম রাজনীতির ময়দানে সাফল্য পাওয়ার জন্য নতুন করে চেষ্টা শুরু করবে বলে রাজনৈতিক মহল মনে করছে।
Buddhadeb Bhattacharya influence
তবে সে কাজে তারা কতটা সফল হবে সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই। আসলে সিপিএম ফের ক্ষমতায় ফিরেছে, এ বিষয়টি মনে প্রাণে দেখে যেতে চেয়েছিলেন বুদ্ধবাবু। কিন্তু তাঁর সেই আশা পূরণ হয়নি। ক্ষমতায় আসা তো দূরের কথা, রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকাও নিতে পারেনি সিপিএম তথা বামেরা। যথারীতি বিজেপি প্রধান বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে পেরেছে। তাই আগামী দিনে বুদ্ধদেব আবেগকে সামনে রেখে সিপিএম রাজ্য রাজনীতিতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে কিনা এখন সেটাই দেখার।
আরও পড়ুন-
দুর্নীতির ছায়াটুকুও কোনও দিন সামনে আসার সাহস পায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে
ছোট্ট ফ্ল্যাট, সাদা ধুতি আর পাঞ্জাবী! কতটা ‘সাধারণ’ ছিলেন বুদ্ধ?
শিল্প, বিপ্লব ও বিতর্ক! কেমন ছিল ‘ব্র্যান্ড’ বুদ্ধ’র রাজনৈতিক জীবন?
Politics: Can CPM leverage the emotional impact of Buddhadeb Bhattacharya’s legacy to regain political ground in West Bengal? Explore the potential strategies and challenges as the party attempts to rise from its current state of decline.