Primary Recruitment Scam
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে সিবিআই। পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট সংক্রান্ত সমস্ত তথ্য হাতে পেতে উঠে পড়ে লেগেছেন সিবিআই আধিকারিকরা। গত মাসে ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালিয়ে ৪৭ টি হার্ডডিস্ক উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকরা। (Primary Recruitment Scam)
CBI’s new move in primary recruitment scam
সেখান থেকে তথ্য পুনরুদ্ধারের জন্য হার্ডডিস্কগুলি সিবিআই এবার পাঠাতে চলেছে ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং’ সংস্থায়। এই কেন্দ্রীয় সরকারি সংস্থায় হার্ডডিস্কগুলি পরীক্ষা করা হবে। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার ব্যাপারে নিশ্চিত সিবিআই। প্রয়োজনে হার্ডডিস্কগুলির তথ্য পুনরুদ্ধারের জন্য ‘ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি’র সাহায্য পর্যন্ত নিতে পারে সিবিআই। সিবিআই মনে করছে তথ্য পুনরুদ্ধারের জন্য এই দুটিই হচ্ছে সঠিক জায়গা।
Primary Recruitment Scam
ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের অফিসে গত মাসে বেশ কয়েক দিন ধরে টানা তল্লাশির পর সেখানকার একাধিক কর্মচারী ও কর্তাকে জেরা করা হয়েছিল নিজাম প্যালেসে। জেরা করা হয়েছিল সংস্থার কয়েকজন প্রাক্তন কর্মীকেও।
OMR sheet corruption
জানা গিয়েছে ওই অফিসে তল্লাশি অভিযানের পর সেখান থেকে ৪৭টি হার্ডডিস্ক এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করেছিলেন সিবিআই আধিকারিকরা। পরীক্ষার যে সমস্ত ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ সেগুলি সার্ভার থেকেও নষ্ট করে দেওয়া হয়েছে কিনা এবং হার্ডডিস্কগুলিতে কী আছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন হার্ডডিস্ক থেকে কোনও তথ্য মুছে ফেলা হলেও তা উদ্ধার করা সম্ভব। কিন্তু হার্ডডিক্সে রি-রাইট করা হলে আগের তথ্য পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে। সিবিআই যে হার্ডডিস্কগুলি বাজেয়াপ্ত করেছে সেখান থেকে কী কী তথ্য উঠে আসে তা এই তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
Kolkata High Court
প্রাথমিকভাবে সিবিআই নিশ্চিত ওই দুটি সার্ভার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট করা হয়েছে। সেই ডিলিট কারা করেছেন, কী কারণে করা হয়েছে, এর পিছনে কোনও বড় মাথা রয়েছেন কিনা, তার খোঁজ চালাচ্ছে সিবিআই।
Educational scandal
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অনেকে গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন। তা সত্ত্বেও সিবিআই মনে করছে এই মামলায় বেশ কিছু ‘মিসিং লিঙ্ক’ রয়েছে। তাই আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজ করছে সিবিআই। এই মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল।
CBI probe
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা একটা সময় পর্যবেক্ষণে জানিয়েছিলেন,”এই মামলায় উত্তরপত্রের মূল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করা জরুরি।” সেই সঙ্গে বিচারপতি নির্দেশে বলেছিলেন,”মূল তথ্য উদ্ধার করার জন্য নিয়োগ করতে হবে বিশেষজ্ঞ সংস্থাকে। এমনকী প্রয়োজনে এথিকাল হ্যাকারের সাহায্য নিতে হবে। এর জন্য দেশ-বিদেশের যে কোনও সংস্থা বা ব্যক্তিকে নিযুক্ত করা যাবে। সেই সমস্ত সংস্থা বা এথিক্যাল হ্যাকারকে নিয়োগ করতে পারবে সিবিআই। আর সেই সংস্থা বা বিশেষজ্ঞদের পারিশ্রমিক দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।”
High-profile investigation
এরপরই এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে টানা চার দিন ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এই পরিস্থিতিতে হার্ডডিস্কগুলি থেকে কী কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।.
আরও পড়ুন-
গাজিয়াবাদে নামলেন শেখ হাসিনা! ভারতের কাছে রাজনৈতিক আশ্রয়?
পরপর জঙ্গি হামলার মধ্যেই উপত্যকায় ভোট প্রস্তুতির কাজ শুরু করছে কমিশন
এই একটি কারণেই বিজেপিতে গেলে মানিয়ে নিতে সমস্যায় পড়তে পারেন অধীর
সঙ্কটে গেরুয়া জোট, মহারাষ্ট্রে একলা চলোর ডাক বিজেপি সাংসদের!
পদ্মে যোগ দিয়ে রাজ্যসভায় অধীর? গেরুয়া আমন্ত্রণে ত্রিপুরাবাসী হবেন
ঘুষ নেওয়ার অভিযোগে এক সঙ্গে বহু পুলিশকর্মীকে সাসপেন্ড!
অধীর থাকায় লড়াই লড়াই গন্ধ ছিল, নয়া প্রদেশ সভাপতি চাঙ্গা করতে পারবেন দলকে?
শুধু ঠাকুরবাড়ি থেকেই ৭ জন হয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়ক!
‘পরিবর্তন হবে হিন্দুত্ববাদেই’, ফের নিজের সিদ্ধান্তে অনড় শুভেন্দু!
রাজনীতিতে বহু অঘটনের সাক্ষী বাংলা, কিন্তু মমতা-অধীরের ‘সন্ধি’ কী কোনও দিন হবে?
সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট, তাই ‘অগ্নিবীর’ নিয়ে এতটা টেনশনে বিজেপি?
পুর নিয়োগ কাণ্ড, দোষীরা শাস্তি পেলেও যোগ্যরা চাকরি ফিরে পাবেন তো?
‘রাহুলকে হিংসা করেই নাটক মমতার’, তোপ অধীরের, চেনা মেজাজেই সভাপতি
‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের
Politics: CBI takes crucial steps in the primary recruitment scam, sending 47 hard disks to CDAC for data recovery. Investigators are determined to uncover deleted OMR sheet information. Will this new move reveal missing links in the ongoing investigation?