রাজীব কুমারের সন্ধানে সিবিআই হানা, আজ হাজিরা

কলকাতা: লুক আউট নোটিশ জারি করা হয়েছিল আগেই, এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিল সিবিআই। সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৪ জন আধিকারিক ৪৩ পার্ক স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান। সূত্রের খবর, বিকেন পর্যন্ত ৫ পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন রাজীব। সিবিআইয়ের আধিকারিকদের রাজীর কুমারের বাড়ির নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেয় তিনি এখানে নেই।

রাজীব কুমারের সন্ধানে সিবিআই হানা, আজ হাজিরা

কলকাতা: লুক আউট নোটিশ জারি করা হয়েছিল আগেই, এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিল সিবিআই। সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৪ জন আধিকারিক ৪৩ পার্ক স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান। সূত্রের খবর, বিকেন পর্যন্ত ৫ পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন রাজীব।

সিবিআইয়ের আধিকারিকদের রাজীর কুমারের বাড়ির নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেয় তিনি এখানে নেই। তার পরেই সিবিআইয়ের দলটি পৌঁছে যায় পার্ক স্ট্রিটের ডিসি সাউথের অফিসে। ডিসি সাউথের দফতরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই দফতরকে কার্যত দূর্গে পরিনত করে ফেলেছে কলকাতা পুলিশের কর্তারা।

সেখানেই তাঁরা রাজীব কুমারের খোঁজখবর নিচ্ছেন। সিবিআইয়ের দলের হাতে একটি নোটিশ থাকায় তাঁকে গ্রেফতারের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট মহল। অপর একটি সূত্র থেকে জানা যাচ্ছে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, রাজীব কুমারের রক্ষাকবচ উঠিয়ে নিয়েছে শীর্ষ আদালত। তাঁকে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন করতে বলেন সুপ্রিম কোর্ট। কিন্তু বারাসত আদালতে সেই আবেদন করতে গিয়েও ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই আইপিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 8 =