মমতাকে বিঁধে ফের ‘সংঘাত’ অপমানিত রাজ্যপালের

কলকাতা: ধামাখালি ও সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক ভেস্তে যেতেই রাজ্যের বিরুদ্ধে সংঘাত আরও চওড়া করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ নিজের টুইটারে তিনি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুই জেলার জেলাশাসকের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ বৈঠক বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ফের অপমানিত বোধ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ আজ টুইটারে দুই জেলা শাসকের চিঠি প্রকাশ করে রাজ্যপাল মুখ্যমন্ত্রী

3 stocks recomended

কলকাতা: ধামাখালি ও সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক ভেস্তে যেতেই রাজ্যের বিরুদ্ধে সংঘাত আরও চওড়া করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ নিজের টুইটারে তিনি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুই জেলার জেলাশাসকের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ বৈঠক বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ফের অপমানিত বোধ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷

আজ টুইটারে দুই জেলা শাসকের চিঠি প্রকাশ করে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল যন্ত্রণা ও উদ্বেগের মধ্যে রয়েছেন৷ আমি বিষয়টি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনের ভূমিকায় আমি উদ্বিগ্ন৷ অনুরোধ করছি, দেখুন আমার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সফরের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো বার্তা৷ এই ঘটনা দুর্ভাগ্য ও অপমানজনক৷’’ জানা গিয়েছে, রাজ্যপালের সফরের আগে জেলা প্রশাসেনর তরফে রাজ্যপালকে চিঠি লিখে সাফ জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকারের অনুমতি ছাড়া তাঁরা রাজ্যপালের বৈঠকে উপস্থিত হতে পারবেন না৷ জেলা শাসকদের এই চিঠির ভিত্তিতে রাজ্যপাল মঙ্গলবার কটাক্ষ করে বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন বলে কি সরকার ছুটিতে চলে গিয়েছে?’’

মঙ্গলবার ধামাখালি ও সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক ভেস্তে যাওয়ার পর আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ ফের উষ্মা প্রকাশ রাজ্যপালের৷ আজ, বুধবার দ্বিতীয় টুইট করে রাজ্যপাল লেখেন, ‘‘উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সফরে সম্ভাবনাময় উজ্জ্বল তরুণ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম৷ তাঁদের মঙ্গল কামনা করেছি৷ তবে তাঁরা ইনপুট দেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ছিলেন৷ আসুন একটি পরিবেশ সুরক্ষিত করি, যাতে তাঁদের সমস্ত প্রতিভা কাজে লাগানো যায়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *