ভেঙে কংগ্রেস-আপ জোট (Congress AAP alliance end)
আর এক নৌকোতে দেখা যাবে না কংগ্রেস ও আম আদমি পার্টিকে (Congress AAP alliance end)। দিল্লিতে ভেঙে গেল দুই দলের জোট। দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে জোট হতে পারে সেটা লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেও বোঝা যায়নি (Congress and AAP end alliance in Delhi)। কারণ এই দুটি দল একে অপরের চরম রাজনৈতিক শত্রু বলে পরিচিত। এক দল অন্য দলকে সহ্য করতে পারে না। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে লোকসভা নির্বাচনে দিল্লিতে সাতটি বিধানসভা কেন্দ্রে দুটি দলের জোট হয়েছিল। কিন্তু তাতেও দিল্লিতে দুটি দলের ভরাডুবি হয়। এই পরিস্থিতিতে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল কয়েক মাস পরে দিল্লিতে হতে চলা বিধানসভা নির্বাচনে তারা একাই লড়বে।
অর্থাৎ লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ শিবিরে দুটি দল থাকলেও ফল প্রকাশের একমাস পরেই ভেঙে গেল সেই জোট। যা নিঃসন্দেহে খুশি করল বিজেপিকে। এ বিষয়ে দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব এ বলেছেন,
“দিল্লিতে যে বিধানসভা নির্বাচনে আসতে চলেছে সেখানে আমরা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের কারণে শ্রমিক, মধ্যবিত্ত, ওবিসি-সহ সমাজের সর্বস্তরের মানুষ আজ বিজেপি এবং আম আদমি পার্টির উপর ব্যাপক ক্ষুব্ধ। দিল্লিতে বিদ্যুৎ ও জলের ব্যাপক সংকট চলছে। বিদ্যুতের দাম বাড়ছে। এই সমস্ত সমস্যার কথা মানুষ নিয়মিত বলছেন। তাই আমরা একাই লড়ব৷”
হাইকমান্ডের চাপেই জোট (Congress and AAP end alliance in Delhi)
দীর্ঘদিন ধরেই দুর্নীতি ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সরব দিল্লি কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে অতীতে একাধিকবার সোনিয়া গান্ধীকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ করেছিলেন কেজরিওয়াল। যে বিষয়টি নিয়ে দিল্লি কংগ্রেস নেতৃত্ব ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরেও লোকসভা নির্বাচনে যেভাবে আম আদমি পার্টির সঙ্গে জোট করতে বলা হয়েছিল কংগ্রেসকে, তা একেবারেই খুশি করেনি দিল্লি কংগ্রেস নেতৃত্বকে। সেই ঘটনায় দিল্লি কংগ্রেসের একাধিক নেতানেত্রী দল ছেড়ে দিয়েছিলেন। তবে হাইকমান্ডের চাপে সেই জোট মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না দিল্লি কংগ্রেস নেতৃত্বের।
পর পর তিনবার বিজেপি ৭-০ ফলে দিল্লিতে জয়লাভ করেছে (Indian National Congress vs Aam Aadmi Party)
ঘটনা হল লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের মধ্যে কংগ্রেস তিনটি ও আপ চারটি আসনে লড়াই করেছিল। কিন্তু সবকটিতেই বিজেপি জয় পেয়েছে। একটি আসনেও এই জোট লড়াই দিতে পারেনি। দিল্লিতে বিধানসভা নির্বাচনে পরপর দু’বার বিপুল সংখ্যক আসনে জিতে আম আদমি পার্টি ক্ষমতায় আসলেও লোকসভা নির্বাচনে টানা তিনবার দিল্লিতে একটি আসনেও জিততে পারেনি তারা। পর পর তিনবার বিজেপি ৭-০ ফলে দিল্লিতে জয়লাভ করেছে। তাই গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেওয়ার কথা শোনা গিয়েছিল আম আদমি পার্টির অন্যতম প্রধান নেতা গোপাল রাইয়ের মুখে।
স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট আর থাকছে না। তাঁকে তখন বলতে শোনা গিয়েছিল,
“বিরোধীদের ইন্ডিয়া জোটে বহু দল ছিল। মূলত লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই মঞ্চ গড়ে তোলা হয়েছিল। তাই লোকসভা নির্বাচন শেষ হতেই দিল্লিতে আমরা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
জোট থাকলে বিজেপির লাভ ( Bharatiya Janata Party)
বলাবাহুল্য এতে ভোট ভাগ হয়ে যাওয়ার সুবিধা পাবে বিজেপি। এমনিতেই পরপর দু’বার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। তবে আবগারি দুর্নীতি ইস্যুতে কেজরিওয়াল জেলে যাওয়ার পর বিজেপির আশা এবার দিল্লির মানুষ তাদের ঢেলে ভোট দেবে। সেক্ষেত্রে জোট থাকলে বিজেপি বেশ কিছু আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ত। কিন্তু বাস্তবে যা হতে চলেছে তা নিশ্চিত ভাবে খুশি করল গেরুয়া শিবিরকে।
আরও পড়ুন-
সিপিএম সবটা ভেবে বলছে তো? ‘গণশক্তি’র হেডিংয়ের মানে কী?
শুধু ভোট লুট অভিযোগ, আদৌ সংগঠন বাড়াতে পারছে বিজেপি
অযোধ্যার পর বদ্রীনাথ, ফের হার বিজেপির! যেন উধাও হিন্দুত্ব লাইন
এবার ধর্মচর্চায় ঢালাও ‘অনুমতি’ দেবে সিপিএম? সেলিমের বক্তব্যে জল্পনা তুঙ্গে
Politics: The Congress and AAP have ended their alliance ahead of the Delhi Assembly elections, deciding to contest separately. This move is seen as advantageous for the BJP, which hopes to capitalize on the division. Explore the political dynamics and implications.