জাল ভ্যাকসিন, ভুয়ো IAS: রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে সিপিএম

জাল ভ্যাকসিন, ভুয়ো IAS: রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে সিপিএম

কলকাতা: একদিকে জাল ভ্যাকসিন কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অন্যদিকে, জাল ভ্যাকসিন এবং ভুয়ো আইএএস কাণ্ডে সুর চড়িয়েছে বামফ্রন্টও।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “সম্প্রতি কসবা সোনারপুর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় টিকাকরণ শিবিরকে কেন্দ্র করে বড় মাপের কেলেঙ্কারি জনসমক্ষে এসেছে। এটা বিস্ময়কর যে বিগত কয়েকমাস ধরে কলকাতা কর্পোরেশনের লোগো ও সাইনবোর্ড ব্যবহার করে এক ব্যক্তি নিজেকে আইএএস পরিচয় দিয়ে ভূয়ো সংস্থা চালিয়েছে, কিন্তু পুলিশ বা কর্পোরেশন তার কোনো খবরই পেল না। অথচ বছরখানেক আগেই ঐ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ ছিল।”

তার আরও অভিযোগ, “আমরা গভীর ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে পুলিশ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়নি। এই ভূয়ো ব্যক্তির অবাধ যাতায়াত ছিল শাসক দলের মন্ত্রী-সাংসদ-কলকাতা কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য-আমলাদের অনেকেরই সঙ্গে। ভ্যাকসিন কেলেঙ্কারির প্রকৃত দোষী এবং এর সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বিমান বসু জানান,  যেহেতু সরকারী দলের বহু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যুক্ত আছেন বলে অভিযোগ এবং প্রাথমিক তথ্য প্রমাণও জনসমক্ষে এসেছে, ইতিমধ্যেই আদালতে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে, তাই এই তদন্ত আদালতের তত্ত্বাবধানেই করতে হবে। বামফ্রন্ট দাবি জানাচ্ছে অবিলম্বে আদালতের তত্ত্বাবধানেই উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করতে হবে।

সিপিএম-এররাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, মহামারীর সময়ে টিকা নিয়ে জালিয়াতির প্রতিবাদে সোমবার কলকাতা কর্পোরেশনের সামনে ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলির কর্মীদের এবং বিধাননগরে স্বাস্থ্যভবনের সামনে বামপন্থী কর্মীদের প্রতিবাদ আন্দোলনকে রাজ্যের তৃণমূল সরকার যেভাবে পুলিশ দিয়ে দমন করার চেষ্টা করেছে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। জালিয়াতি রোধ ও প্রতারকদের শাস্তির ব্যবস্থা করার বদলে এরাজ্যের সরকার যেভাবে মানুষের প্রতিবাদের কন্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করছে, তা চরম নিন্দনীয়।

ছাত্র, যুব, মহিলা সংগঠন এবং ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন আগামী মঙ্গল ও বুধবার রাজ্যের সর্বত্র থানার সামনে এই দাবিতে বিক্ষোভ প্রদর্শনের করে। এদিকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। প্রসঙ্গত মনে রাখা প্রয়োজন, বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠির ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে, তা জানিয়ে দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + fourteen =